বিএসইসির চেয়ারম্যান হতে পারেন মাশরুর রিয়াজ
পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হতে পারেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বিএসইসির চেয়ারম্যান নিয়োগের এ সিদ্ধান্ত নিতে পারেন বলে মঙ্গলবার বিকাল তিনটার দিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে মাশরুর রিয়াজ বলেন, ‘এ ধরনের খবর আমিও পেয়েছি। তবে অর্ডার হওয়ার আগ পর্যন্ত কিছু বলতে চাই না।’
এর আগে শনিবার (১১ আগস্ট) রাত ১১টার দিকে বিএসইসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন শিবলী রুবাইয়াত। তিনি ২০২০ সালের ১৭ মে থেকে এ পদ সামলাচ্ছিলেন।
তথ্যটি নিশ্চিত করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান জানান, ব্যক্তিগত কারণ দেখিয়ে শনিবার রাত ১১টার দিকে হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠান শিবলী রুবাইয়াত।
তার পদত্যাগের পর বর্তমানে বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মোহসীন চৌধুরী।
(ঢাকাটাইমস/১৩আগস্ট/এজে)