হেলিকপ্টার থেকে গুলিতে ৯ শিশু নিহতের তদন্ত চেয়ে রিটের শুনানি বুধবার
কোটা আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলিতে ৯ শিশু নিহতের ঘটনার তদন্ত চেয়ে করা রিটের শুনানি বুধবার অনুষ্ঠিত হবে। এদিন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি শুনবেন।
এর আগে গত ১ আগস্ট অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বিভিন্ন পত্র-পত্রিকার অংশবিশেষ সংগ্রহ করে রিটটি দাখিল করেন। তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন চেয়ে দাখিল করা রিটটি গত ৪ আগস্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চে উপস্থাপন করা হলে তারা শুনানিতে অপারগতা প্রকাশ করেন।
সেদিন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেছিলেন ‘রাজনৈতিক ইস্যু রাজপথে সেটেল হওয়া উচিত’। পরে সেই বেঞ্চ শুনানির পর রিটটি সরাসরি খারিজ করেছিলেন।
(ঢাকাটাইমস/১৩আগস্ট/এমআর)