বেনাপোল সীমান্তের শূন্যরেখা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৪, ১৯:৩৭

বেনাপোলের পুটখালী সীমান্তের শূন্যরেখা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। তবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার দুপুরের দিকে সীমান্তের ইছামতি নদীর পাড়ে শূন্যরেখা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সীমান্তের ইছামতি নদীর পাড়ে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখা থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে নদীর পাড়ে ফেলে গেছে। নিহত ব্যক্তির শরীরে একাধিক কোপের চিহ্ন দেখতে পাওয়ায় এ ধারণা করা হচ্ছে।

লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, খুলনা-২১ বিজিবি তাদের কাছে মরদেহটি হস্তান্তর করেছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, নিহত ব্যক্তির লাশ বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :