বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পাশে তারেক রহমান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে এবং তাদের চিকিৎসা খরচের জন্য আর্থিক সহায়তা দিতে বুধবার সকালে পঙ্গু হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসা খরচের জন্য আর্থিক সহায়তা দেন।
এ সময় আন্দোলনে আহত ছাত্র-জনতার সার্বিক চিকিৎসা দেওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে চিকিৎকদেরও ধন্যবাদ জানান ডা. রফিকুল ইসলাম।
এর আগেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতার খোঁজখবর নেওয়া হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়াও অব্যাহত রয়েছে।
(ঢাকাটাইমস/১৪আগস্ট/জেবি/এজে)