ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির থানা-ওয়ার্ডে অবস্থান কর্মসূচি পালিত

ছাত্র-জনতা হত্যায় শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বুধবার ঢাকা মহানগর দক্ষিণের সকল থানা এবং ওয়ার্ডে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। অবস্থান কর্মসূচিতে বিএনপি ও অংগসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সবুজবাগ থানা বিএনপি বাসাবো এলাকা থেকে কদমতলী থানা জুরাইন মাদ্রাসা রোভ থেকে শ্যামপুর থানা গেন্ডারিয়া রেল স্টেশন, যাত্রাবাড়ী থানা দোলাইপাড় ও বিবির বাগিচা থেকে ডেমরা থানা স্টাফ কোয়ার্টার, গেন্ডারিয়া থানা দয়াগঞ্জ থেকে ওয়ারী থানা টিপু সুলতান রোড, সূত্রাপুর থানা লক্ষীবাজার থেকে কোতয়ালী থানা সদরঘাট মোড়, বংশাল থানা নয়াবাজার থেকে চকবাজার থানা পুরাতন জেলখানা, লালবাগ থানা আজিমপুর থেকে কামরাংগীরচরের লোহারপুল, হাজারীবাগ থানা ট্যানারী মোড় থেকে নিউমার্কেট থানা এলিফেন্ট রোড, ধানমন্ডি থানা কলাবাগান থেকে থানা পান্হপথ হয়ে রাসেল স্কয়ার, রমনা থানা বেইলী রোড, শাহবাগ থানা বঙ্গবন্ধু এভিনিউয়ে, মুগদা থানা বিশ্ব রোডে, শাহজাহান পুর থানা রাজারবাগে, খিলগাঁও থানা জোড় পুকুর এলাকায়, পল্টন থানা শান্তনগরে, মতিঝিল থানা দৈনিক বাংলা ও আরামবাগে, এছাড়াও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি।
অবস্থান কর্মসূচিতে বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
ঢাকাটাইমস/১৪আগস্ট/জেবি

মন্তব্য করুন