শরীয়তপুরে যুবককে কুপিয়ে হত্যা 

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৪, ১৭:২৬| আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১৭:৩৫
অ- অ+

শরীয়তপুরের জাজিরায় জসিম মোল্লা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার বিকেনগর ইউনিয়নের মুন্সীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জসিম মোল্লা উপজেলার সেনেরচর মোল্লাকান্দি এলাকার আইয়ুব মোল্লার ছেলে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ও হত্যা মামলাসহ অন্তত ২০টি মামলা রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে জসিম মোল্লাসহ বেশ কয়েকজন মোটরসাইকেলে করে বিকেনগর এলাকার দিকে যাচ্ছিলেন। পথে মুন্সীকান্দি এলাকার জলিল শিকদারের বাড়ির সামনে আসলে অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের একটি দুর্বৃত্তের দল তাদের ওপর হামলা চালায়। পরে তারা জসিম মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবিব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
‘মন হালকা হতে কুয়াকাটা গিয়েছিলেন’সেই ব্যাংক কর্মকর্তা
নাজিমগঞ্জ হাটে বিএনপির প্রচার অভিযান, নেতৃত্বে কাজী আলাউদ্দিন
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা