খুবিতে শিক্ষা কার্যক্রম শুরু হবে ১৮ আগস্ট 

খুবি প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৪, ২১:৫০

খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম আগামী ১৮ আগস্ট শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রধানদের সঙ্গে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের মতবিনিময় সভায় এ সিদ্ধা নেওয়া হয়।

বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশনা সংবলিত পত্র নিয়ে আলোচনা করা হয় এবং ১৮ আগস্ট (রবিবার) থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করা হয়।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুসসহ বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্ট ও বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ দিকে রাত ৮টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভা উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের (২৩ ব্যাচ) ২য় বর্ষের ১ম টার্ম, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম বর্ষের ২য় টার্ম এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স ২য় টার্মের একাডেমিক ক্যালেন্ডার অনুমোদন দেওয়া হয়। প্রণীত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৮ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত চলবে কোর্স রেজিস্ট্রেশন কার্যক্রম, ক্লাস ২৫ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ২১ নভেম্বর পর্যন্ত, পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতিমূলক ছুটি (পিএল) ২২ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত এবং পরীক্ষা গ্রহণ ৪ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। পূজার ছুটি ৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বহাল রাখা হয়। এ ছাড়া পূর্ব নির্ধারিত শীতকালীন ছুটি (২৬, ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর) রহিত করা হয়। প্রয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে শিক্ষকবৃন্দ অনলাইনেও ক্লাস পরিচালনা করতে পারবেন।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/পিএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

নোবিপ্রবিতে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ আমলের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত

দ্বিতীয় দফায় বন্যার্তদের পাশে ঢাবির লোকপ্রশাসন বিভাগ

ইডেন-ঢাকা কলেজসহ ২১ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ

হলের গণরুম বিলুপ্তির সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের

ঢাবির শিক্ষাব্যবস্থার সংস্কার বিষয়ক মতবিনিময় সভা

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের সার্টিফিকেট অনলাইনে সত্যায়নের উদ্যোগ

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে কোটা বাতিল, ৩য় ধাপের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশের দাবি

‘সহমত ভাই’ হওয়ার প্রয়োজন নেই, জানালেন হাসনাত আব্দুল্লাহ

হাবিপ্রবির প্রক্টরের দায়িত্বে ড. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শক ড.এমদাদুল

এই বিভাগের সব খবর

শিরোনাম :