ডিএমপিতে যুগ্ম কমিশনার ও উপকমিশনার পদে রদবদল

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৪, ২২:৩৫| আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ২২:৪৩
অ- অ+

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার ও উপকমিশনারের বেশ কিছু পদে রদবদল হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মো. মাইনুল ইসলাম স্বাক্ষরিত পৃথক তিন আদেশে এ বদলি করা হয়।

উপকমিশনার ইসরাইল হাওলাদারকে যুগ্ম কমিশনার (ভারপ্রাপ্ত) (ক্রাইম), উপকমিশনার মো. মাসুদ করিমকে যুগ্ম কমিশনার (ট্রান্সপোর্ট), উপকমিশনার খোন্দকার নজমুল হাসানকে যুগ্ম কমিশনার (পিওএম), উপ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারকে যুগ্ম কমিশনার (ভারপ্রাপ্ত) (অপারেশন), অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিনকে লালবাগ বিভাগের উপ কমিশনার, উপকমিশনার রনওক জাহানকে রমনা বিভাগের (ট্রাফিক) উপ কমিশনার এবং তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. রিয়াজুল হককে গুলশান বিভাগের উপকমিশনার পদে পদায়ন করা হয়েছে।

অপর এক আদেশে যুগ্ম কমিশনার (অপারেশন) খোন্দকার নুরুন্নবীকে যুগ্ম কমিশনার ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত, যুগ্ম কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা, যুগ্ম কমিশনার (ট্রান্সপোর্ট) এবিএম মাসুদ হোসেন, যুগ্ম কমিশনার আসমা সিদ্দিকা মিলিকে (পিওএম) যুগ্ম কমিশনার ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে। এছাড়া ডিএমপির রমনা বিভাগ উপকমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেনকে ডিএমপির সদরদপ্তরে উপকমিশনার হিসেবে সংযুক্ত করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এলএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার ‎
জামায়াতসহ কিছু দল নির্বাচন নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করছে: রিজভী 
ভোটের মাঠে বিএনপির জনপ্রিয়তা এখনো সবচেয়ে বেশি: মান্না
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭ জন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা