পাবনায় ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

পাবনা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৪, ১৯:৩৪| আপডেট : ২০ আগস্ট ২০২৪, ২০:০৩
অ- অ+

পাবনার সাঁথিয়ায় আব্দুর রাজ্জাক (৬০) নামে এক গরু ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে বেড়া উপজেলার চতুরহাটে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক সোনাতলা পশ্চিমপাড়া গ্রামের মৃত রমজান সরদারের ছেলে।

স্বজনদের অভিযোগ, দুপুরে চতুরহাটে গরু কিনতে যান রাজ্জাক। সেখানে পূর্ব বিরোধের জেরে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ হারুন সমর্থক শহিদুল ইসলামের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শহিদুল তার মামা রাজ্জাককে মারপিট করেন। এতে আহত হলে তাকে উদ্ধার করে বেড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাজ্জাকের মেয়ে বলেন, আমার বাবা হারুনুর রশিদের নির্বাচন না করায় তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার বাবাকে পিটিয়ে হত্যা করেছে। এই হত্যার বিচার চাই।

সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে হার্ট অ্যাটাকে রাজ্জাকের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। তাকে মারধরের অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/২০আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৬ ঘণ্টা পর শাহবাগ ছেড়েছেন নার্সিং শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক
আমরা নতুন কিছু গড়ার সক্ষমতা রাখি: প্রধান উপদেষ্টা 
শিক্ষার্থী সাম্য হত্যা: ঢাবিতে একদিনের শোক ঘোষণা, অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের তহবিল ঘাটতি মোকাবিলার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা