তাড়াশে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ৮১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
গ্রেপ্তারকৃতরা হলেন— রাজশাহী জেলার কর্ণহার উপজেলার রড়মত্তপাড়া গ্রামের মো. বাবর আলীর ছেলে মো. মাইনুল ইসলাম (২৯), বেজোড়া গ্রামের আব্দুল গফফার আলীর ছেলে মো. ফারুক হোসেন (২৮) ও কর্ণহার গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে মো. জুবাইর ইসলাম (২০)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (অপস্ অফিসার) মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ উপজেলার চরহামকুড়িয়া বাজার এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাকে ৮১ কেজি গাঁজা, ৫টি মোবাইল ফোন ও নগদ টাকা তিনজন মাদক কারবারিকে আটক করা হয়। এ ঘটনায় তাড়াশ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
(ঢাকা টাইমস/২২আগস্ট/এসএ)

মন্তব্য করুন