পূবাইলে প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবিতে মানববন্ধন

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৪, ১৯:৪৫
অ- অ+

গাজীপুর মহানগরীর পূবাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুবি আক্তারকে পদত্যাগ ও দ্রুত অপসারণের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রবিবার সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সামনের সড়কে এসে জড়ো হন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে অংশ নেয় ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির একাধিক শিক্ষার্থী। তাদের সঙ্গে অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা ছিলেন।

বিক্ষোভ মিছিলে ছাত্র-ছাত্রীরা ‘দফা এক দাবি এক রুবি আক্তার পদত্যাগ’, ‘পূবাইল স্কুলের আঙিনায় রাজনীতির ঠাঁই নাই’, এক দুই তিন চার তারাতাড়ি গদি ছাড় সহ নানান স্লোগানে প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবিতে স্কুল মাঠে অবস্থান কর্মসূচি পালন করে।

আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানায়, অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত এই প্রধান শিক্ষিকা অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার, রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করে আসছেন। দুর্নীতি এবং নানা অনিয়ম করে শিক্ষার্থীদেরকে কোনঠাসা করে রাখতেন তিনি। রাজনৈতিক কারণে কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারতো না। যার কারণে তারা প্রধান শিক্ষকের পদত্যাগের এক দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে।

উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির একজন ছাত্রী জানায়, আজ থেকে তারা প্রধান শিক্ষিকার পদত্যাগ জানিয়ে আন্দোলন শুরু করছে এবং পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এই শিক্ষার্থী আরও জানায়,পদত্যাগের কথা বলায় অনেকেই আমাদের পারিবারিকভাবে চাপ সৃষ্টি করছেন। পাশাপাশি আরও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ করেন।

এদিকে সকাল থেকে স্কুলে অনুপস্থিত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুবি আক্তার। উপস্থিত শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে অবস্থান নিয়ে তাদের দাবির কথা শুনে বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে অবগত করবেন বলে জানান।

সবশেষ গাজীপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে জানিয়ে দুপুর পর্যন্ত চলে তাদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি।

(ঢাকা টাইমস/২৫আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গভীর রাত হলেই পদ্মায় শুরু হয় বালু উত্তোলনের মহোৎসব
রক্তমাখা কুড়াল আর গোলাপ নিয়ে ফারিণের এ কেমন ‘ইনসাফ’
দিনাজপুরে সড়কে ২ মোটরসাইকেল আরোহী নিহত
ভয়াবহ ধস নেমেছে ভারতের পর্যটন শিল্পে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা