নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: শ্রীলঙ্কা-পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৪, ১৮:২৫

চলতি বছরের অক্টোবরে বাংলাদেশের মাটিতে নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়া কথা থাকলেও বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। নতুন ভেন্যুতে পরিবর্তিত সূচি এবং গ্রুপ ঘোষণা করার পর এবার প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি।

৩ অক্টোবর শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২০ অক্টোবর। বিশ্বকাপের মূল পর্বের লড়াই শুরুর আগে ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে আয়োজিত হবে ১০টি প্রস্তুতি ম্যাচ।

আগামী ২৮ সেপ্টেম্বর প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। লাল সবুজের প্রতিনিধিরা এই ম্যাচ খেলবেন শ্রীলঙ্কার বিপক্ষে। দুবাইয়ে আইসিসি একাডেমির ১ নম্বরে মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি হবে ৩০ সেপ্টেম্বর। আইসিসি একাডেমির ২ নম্বর মাঠে আয়োজিত হবে এই ম্যাচ। দুটি প্রস্তুতি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

রাজনৈতিক অস্থিরতার কারণে নারী বিশ্বকাপ ২০২৪ আসরটি বাংলাদেশ থেকে সরিয়ে আরব আমিরাতে নেওয়া হয়েছে। এরপর নতুন ভেন্যুতে পরিবর্তিত সূচি প্রকাশ করেছিল আইসিসি। আজ মঙ্গলবার প্রস্তুতি ম্যাচের সূচিও প্রকাশ করলো ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

বাংলাদেশে থাকতে যেদিন টুর্নামেন্ট শুরুর কথা ছিল, সেই তারিখ পরিবর্তন করেনি আইসিসি। যে কারণে আগের ফিকশ্চার অনুসারে ৩ অক্টোবর থেকেই খেলা শুরু হবে। খেলা আমিরাতে হলেও এই বিশ্বকাপের আনুষ্ঠানিক ভেন্যু হিসেবে থাকবে বাংলাদেশের নামই।

৩ অক্টোবর শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল হবে ২০ অক্টোবর। দুবাই এবং শারজাহর দুই স্টেডিয়ামে আয়োজিত হবে টুর্নামেন্টের ২৩টি ম্যাচ।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্কটল্যান্ড। বাংলাদেশ সময় বেলা ৪টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ হলো- ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ক্রিকেটারদের ধরে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

স্বাধীনভাবে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন শামসি

রবিবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামার আগেই দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে

৩ ভাইকে সঙ্গে নিয়ে বিয়ের পিঁড়িতে রশিদ খান

দেশের মাটিতেই শেষ টেস্ট খেলবেন সাকিব, চাওয়া আসিফের

এক দশক পর বিশ্বকাপে বাংলাদেশের জয়, যা বললেন অধিনায়ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে জয় পেল বাংলাদেশের মেয়েরা

ইউআইটিএস ইন্টার-ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, শিরোপা ইংলিশ ফ্যালকনের

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে মিরাজ

এই বিভাগের সব খবর

শিরোনাম :