সন্ধ্যায় সাফ চ্যাম্পিয়নদের সঙ্গে সাক্ষাৎ করবেন ক্রীড়া উপদেষ্টা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৪, ১৭:০৬
অ- অ+

নেপালকে তাদের মাঠেই হারিয়ে ফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শিরোপা জয়ের পরদিন দেশে ফিরেছে কোচ মারুফুল হকের দল। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে সাফজয়ী ফুটবলারদের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল। ফ্লাইট বিলম্ব হওয়ায় পিছিয়ে যায় বিজয়ীদের বরণ। বিকেল ৪টা ৩৫ মিনিটে অবতরণ করেছে সাফজয়ীদের উড়িয়ে আনা ফ্লাইটটি।

বুধবার শিরোপা জয়ের পরপরই অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। এবার ঘোষণা দিয়েছেন এই দলের সকলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতীয় ক্রীড়া পরিষদে সাফ অনূর্ধ্ব-২০ জয়ী যুবাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আসিফ মাহমুদ। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। গণমাধ্যম কর্মীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে।

বুধবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারায় বাংলাদেশ। মিরাজুলের জোড়া গোলের পাশাপাশি গোল করেন রাব্বি হোসেন রাহুল ও পিয়াস আহমেদ নোভা। বয়সভিত্তিক টুর্নামেন্টটিতে বাংলাদেশের প্রথম শিরোপা জয় এটি। আগে তিনবার ফাইনাল খেলেছিল বাংলাদেশ।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ড হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা
সাজা মওকুফে আরও ২৯ বন্দির মুক্তি: ২০২৫ সালে মোট মুক্ত ১০৭ জন
আবু সাঈদ হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা