থানা পুলিশকে বদলির ভয় দেখিয়ে অর্থ আদায়, ভুয়া পরিদর্শক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩৮| আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২১
অ- অ+

দেশের বিদ্যমান পরিস্থিতিতে বদলির ভয় দেখিয়ে পুলিশ সদস্যদের থেকে অর্থ আদায়ের অভিযোগে মো. আলামিন সরকার (৩৯) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহীর গোদাগাড়ী থানার এক কনস্টেবলের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার পর সোমবার দিনাজপুর থেকে তাকে গ্রেপ্তার করে রাজশাহীর ডিবি পুলিশ।

রাতে রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রফিকুল আলমের বরাতে এ তথ্য জানিয়েছে পুলিশ হেডকোয়াটার্স।

পুলিশসূত্র জানায়, প্রতারক আলামিন সরকার গত ২৭ আগস্ট দুপুরে নিজেকে পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. হাবিবুর রহমান পরিচয় দিয়ে রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার ডিউটি অফিসারের সরকারি নম্বরে (০১৩২০-১২২৫৯৯) ফোন দেন। এরপর কৌশলে থানার কর্মকর্তাদের নাম, বিপি ও মোবাইল নম্বর সংগ্রহ করেন।

রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রফিকুল আলম বলেন, প্রতারক আলামিন পরবর্তীতে থানার কর্মকর্তাদের জানান যে— তাদের এপিবিএন-এ বদলি করা হয়েছে এবং যদি কেউ বদলির আদেশ বাতিল করতে চান তাহলে ০১৭১১-৪১৮৮৯৬ নম্বরে টাকা প্রেরণ করেন।

আলামিনের এই প্রতারণার ফাঁদে পা দিয়ে গোদাগাড়ী মডেল থানার কনস্টেবল মো. আজিম তাকে ১০ হাজার টাকা পাঠান। পরে প্রতারণা বুঝতে পেরে তিনি সহকর্মীদের সঙ্গে বিষয়টি আলোচনা করেন।

এই প্রতারণা বিষয়টি রাজশাহী জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নজরে রাজশাহীর পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে রাজশাহী জেলার ডিবি পুলিশের একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারক মো. আলামিন সরকারের অবস্থান নির্ণয় করে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম।

এরপর সোমবার দিনাজপুর জেলা পুলিশের সহায়তায় রাজশাহীর ডিবির অভিযানিক দলটি প্রতারক মো. আলামিন সরকারকে দিনাজপুরের বিরামপুর থানার পলিপ্রয়াগপুর ভেটাই এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আলামিন জিজ্ঞাসাবাদে কনস্টেবল আজিমের কাছ থেকে এই প্রক্রিয়ায় ১০ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। এছাড়া বিভিন্ন ধরনের প্রতারণাসহ নানা অপরাধের সঙ্গে আসামির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

আলামিনের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা রুজু হয়েছে।

(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/এলএম/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা