২৬ জেলায় নতুন এসপি, কে কোন জেলায় জানুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩২

শেখ হাসিনা সরকার পতনের পর পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদল চলছে। তারই ধারাবাহিকতায় এবার পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম, নওগাঁ, দিনাজপুর, সুনামগঞ্জ, ফেনী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, মৌলভীবাজার, ফরিদপুর, জয়পুরহাট, ভোলা, খাগড়াছড়ি, বরগুনা, কক্সবাজার, রাজবাড়ী, পিরোজপুর, সাতক্ষীরা, খুলনা, কুষ্টিয়া, নড়াউইল, শেরপুর, মাদারীপুর, চুয়াডাঙ্গা, ঝালকাঠী ও লালমনিরহাট জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কোন জেলায় কে দায়িত্ব পেলেন

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহম্মদ জাবেদুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রিয়াজ উদ্দিন আহম্মেদকে কুড়িগ্রাম, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. কুতুব উদ্দিনকে নওগাঁ জেলায়, পিবিআইয়ের পুলিশ সুপার নাজমুল হাসানকে দিনাজপুর, পুলিশ অধিদপ্তর ঢাকায় সংযুক্ত আ, ফ, ম আনোয়ার হোসেন খানকে সুনামগঞ্জ, বগুড়া রিজিওনের হাইওয়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে ফেনী, সিলেট রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার মো. জেদান আল মুসাকে বগুড়া, পিবিআইয়ের পুলিশ সুপার মো. রেজাউল করিমকে চাঁপাইনবাবগঞ্জ, পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে সুপার নিউমারারি পদে পদ্দোন্নতিপ্রাপ্ত) এম.কে.এইচ জাহাঙ্গীর হোসেনকে মৌলভীবাজার, সিআইডির পুলিশ সুপার আব্দুল জলিলকে ফরিদপুর, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহম্মদ আবদুল ওয়াহাবকে জয়পুরহাট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার সিরাজগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে ভোলা, এপিবিএন ১৪ এর পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে খাগড়াছড়ি, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিলকে বরগুনা, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে কক্সবাজার, রংপুর পিটিসির পুলিশ সুপার মোছা. শামিমা পারভীনকে রাজবাড়ী, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার ঝিনাইদহের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে পিরোজপুর, সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে সাতক্ষীরা, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে সুপার নিউমারারি পদে পদ্দোন্নতিপ্রাপ্ত) টি, এম মোশাররফ হোসেনকে খুলনা, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার কুমিল্লার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে কুষ্টিয়া, পিবিআিইয়ের পুলিশ সুপার কাজী এহসানুল কবিরকে নড়াইল, এপিবিএন-২ এর পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে শেরপুর, এপিবিএন-৩ এর পুলিশ সুপার মো. সাইফুজ্জামানকে মাদারীপুর, এসবির পুলিশ সুপার খন্দকার গোলাম মওলাকে চুয়াডাঙ্গা, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার নওগাঁর পুলিশ সুপার উজ্জল কুমার সাহাকে ঝালকাঠী ও এপিবিএন-১ এর পুলিশ সুপারমো. তরিকুল ইসলামকে লালমনিরহাট জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই দিনে পৃথক আরেক প্রজ্ঞাপনে ১৮ জেলার এসপিকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও সংযুক্ত করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২৭ আগস্ট ঢাকা, চট্টগ্রাম, রংপুর, কুমিল্লা, রাজশাহী, সিলেট, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, মাগুরা, টাঙ্গাইল ও নরসিংদীসহ ২৪ জেলায় পুলিশ সুপার দেওয়া হয়েছিল।

(ঢাকাটাইমস/০৩সেপ্টেম্বর/এলএম/ইএস)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :