কুমিল্লায় রাতের আঁধারেও বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন রিজভী

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৩| আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৪
অ- অ+

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ত্রাণ নয়, আত্মীয় বিপদে পড়লে আত্মীয় যেভাবে সহযোগিতা করে আমরা এসেছি সেই সহযোগিতা করার জন্য। অন্য কিছু নয়।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) কুমিল্লা লাকসাম উপজেলার গোপীনাথপুর এলাকায় বন্যার্তদের মাঝে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের ত্রাণ সামগ্রী বিতরণ আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, বিপদ সামনে, ডানে- বামে, পিছনে রেখেও আমরা দেশের মানুষের জন্য কাজ করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের ডাকে কাজ করেছি। স্বৈরাচার শেখ হাসিনার ও তার দোসরদের মুক্ত বাংলার মাটিতে আমরা একটু স্বস্তি নিঃশ্বাস নিতে পারছি, সেজন্যই আমরা এখানে আসতে পেরেছি।

রিজভী বলেন, সারাদেশের মানুষ তার পূর্বাঞ্চলের ভাইদের সহযোগিতা করার জন্য ত্রাণ নিয়ে এসেছে। এমন অভূতপূর্ব সম্মিলন ও সংহতি কখনো দেখিনি। স্বৈরাচার হাসিনার সময় এই ধরনের একত্রে হওয়ার কোনো সুযোগ ছিল না, আজ তা সৃষ্টি হয়েছে।

ছাত্র-জনতার রক্তের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, আজকে নির্ভয়ে আপনাদের কাছে ত্রাণ নিয়ে আসতে পেরেছি। কী ভয়ংকর হয়ে উঠেছিল তারা (আওয়ামী লীগ)। মনে হয়েছিল এই দেশ আপনার না, আমার না, শেখ পরিবারের! দেশটা মনে হয়েছিল শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের, মেয়ে পুতুলের, ভাগিনা ভাগ্নির, চাচাতো ভাইয়ের, ভাতিজার ভাস্তির।

রিজভী বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ৫১ হাজার কোটি টাকা খরচ করেছ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামে শেখ পরিবারের ব্যক্তিদের নামে। গোটা বাংলাদেশের যেন ছিল তাদের বাবার জমিদারি। সরকারি একটি বিল্ডিং হবে সেখানেও থাকবে শেখ পরিবারের নাম, মনে হয় বাংলাদেশে আর কোনো খ্যাতিমান ব্যক্তির জন্ম হয়নি।

ত্রাণ কার্যক্রমে অংশ নিয়ে এক পর্যায়ে রাতেরে আঁধারেও হাঁটু পানিতে নেমে বন্যার্তদের মাঝে ত্রাণ উপহার দেন বিএনপির এই সিনিয়র নেতা।

(ঢাকাটাইমস/০৪সেপ্টম্বর/জেবি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা