কলারোয়া সীমান্তে ছয় কোটি টাকার মাদক আটক
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারকালে এক কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, এক বোতল এলএসডি এবং এক বোতল বিদেশি মদ আটক করেছে বিজিবি।
শুক্রবার রাতে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির কেড়াগাছি এলাকায় এগুলো আটক করা হয়।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, কাকডাঙ্গা বিওপির কেড়াগাছি সীমান্ত দিয়ে মাদকদ্রব্য বাংলাদেশে পাচার হবে— এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অবস্থান নেয় বিজিবির টহল দল। চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।
পরে তল্লাশি চালিয়ে বিজিবির টহল দল এক কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, এক বোতল ভারতীয় এলএসডি ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করে। এসব মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ছয় কোটি টাকা বলে জানান ব্যাটালিযন অধিনায়ক।
এ ব্যাপারে সাতক্ষীরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় বিজিবি ।
(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/মোআ)