হাথুরুসিংহের দলে ফেরা নিয়ে যা জানাল বিসিবি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫১
অ- অ+

পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ী ক্রিকেটাররা গত বুধবার মধ্যরাতে দেশে ফিরেছেন। বাংলাদেশের এমন জয়ে আনন্দে ভাসছে গোটা দেশ।

তবে টাইগারদের এমন সাফল্যের পাশাপাশি আলোচনায় বাংলাদেশের হোড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ‘বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে আর থাকছেন না। হয়তোবা ভারত সফরেই আর তাকে দলের সঙ্গে দেখা যাবে না’- সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবরে সয়লাব।

জাতীয় দলের কোচ হিসেবে তার থাকা না থাকা নিয়ে উঠছে প্রশ্ন। পাকিস্তান থেকে দেশে ফিরে পরদিন হাথুরু গিয়েছেন অস্ট্রেলিয়া। শঙ্কা জেগেছিল কবে ফিরবেন দেশে কবে যোগ দিবেন দলের সঙ্গে। তবে বিষয়টি খোলাসা করলো এবার বিসিবি।

পরিচালক নাজমুল আবেদিন ফাহিম আজ শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। মিরপুরে হাথুরুকে নিয়ে ফাহিম বলেন, 'হেড আসবে, এখানেই আসবে।’ এরপর ভারত সিরিজকে সামনে রেখে দলের অনুশীলন নিয়ে ফাহিম বললেন, 'ইনজুরির কোনো সমস্যা নাই আমি যতটুক জানি। পুরো দলকেই পাওয়া যাবে, সাকিব কাউন্টি খেলতে গেছে, আর বাকি সবাই থাকবে।’

কবে থেকে অনুশীলন শুরু করবে জাতীয় দল সেটাও জানিয়ে রেখেছেন নাজমুল আবেদীন ফাহিম, ‘৯ তারিখ থেকে পুরো দলের অনুশীলন হওয়ার কথা। ওয়েদারটা কিছুটা বিঘ্নিত সৃষ্টি করতে পারে। তবে চেষ্টা করব এর মধ্যে যাতে ভালোভাবে প্রস্তুতিটা নেওয়া যায়।'

উল্লেখ্য, ১৯ তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে দুই দলের খেলার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকালে ১০টায়।

এরপরেই টি-টোয়েন্টি সিরিজ। ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৯ ও ১২ অক্টোবর। এই সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।

(ঢাকাটাইমস/০৭সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক সুশাসন বিলম্ব হলে দেশ পিছিয়ে যাবে: লিটন 
নির্বাচন বিলম্বিত করতে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে সরকার: যুবদল
মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা