পালিয়ে ভারত যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলা আ.লীগ সভাপতি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩২

সিলেটের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান কামাল আহমদকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) আওতাধীন জৈন্তাপুর বিওপির ১২৯২ পিলারের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যাওয়ার পরপরই মন্ত্রীসভার সদস্য, সংসদ সদস্য ও দলের অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে কেউ কেউ পরে স্থলপথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেছেন। কেউ কেউ আকাশ পথেও বিদেশ যেতে সক্ষম হয়েছেন। পরিস্থিতি আঁচ করে অনেকে ৫ আগস্টের আগেই দেশের বাইরে চলে গেছেন। বাকিরা এখনো দেশের ভেতরে বিভিন্ন জায়গায় আত্মগোপনে রয়েছেন।

(ঢাকাটাইমস/০৭সেপ্টেম্বর/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :