ফখরুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কোম্পানীগঞ্জে বিএনপির বিক্ষোভ

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে উপজেলা ও বসুরহাট পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং শ্রমিক দল।
রবিবার সকাল ১১টায় বসুরহাট পৌরসভার জিরোপয়েন্টে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায়, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, পৌর বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটন, সহ-সভাপতি শওকত হোসেন সগির, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সল, সদস্য সচিব জাহেদুর রহমান রাজন, পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দল হক রাফেল, সদস্য সচিব মাজহারুল হক তৌহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামছুদ্দিন হায়দার, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব নূর উদ্দিন ফাহাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এমরান হোসেন সাগর ও সদস্য সচিব নূর উদ্দিন রুবেলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বিএনপি নেতা ও শিল্পপতি মো. ফখরুল ইসলামের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম শিকদারে বলেন, উপজেলার চরএলাহী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন তোতা হত্যাকাণ্ডকে ভিন্নখাতে প্রবাহিত করতে খুনি আব্দুল কাদের মির্জা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অত্যন্ত সুকৌশলে আমাদের নেতা মো. ফখরুল ইসলামের মানসম্মান ক্ষুন্ণ করতে অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমরা সতর্ক থাকতে হবে এবং এসব ঘটনার মাস্টারমাইন্ডকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।
এদিকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক প্রতিক্রিয়ায় মো. ফখরুল ইসলাম বলেন, ‘নেতাকর্মীরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
তিনি বলেন, ‘যে মুহূর্তে উপজেলা বিএনপির জনপ্রিয় নেতা চরএলাহী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আবদুল মতিন তোতা হত্যার বিচার দাবিতে সবাই রাজপথে সোচ্চার, তখনই একটি মহল আমি এবং আমাদের বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। নিশ্চয়ই আল্লাহ উত্তম বিচারক। সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানাচ্ছি।’
(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/পিএস)

মন্তব্য করুন