ঘাটাইলের পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার দিঘর ইউনিয়নের কাশতলা বড়বাড়ি এলাকার ব্রিজের নিচে ডোবা থেকে সাজ্জাদ হোসেন শাহিন (৪৫) এবং
নিহত শাহিন উপজেলার ৭ নং দিঘর ইউনিয়নের কাশতলা মির্জাআটা এলাকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য এসহাক আলীর ছেলে।
শাহিন তার মা মারা যাওয়ার পরে স্ত্রী-সন্তানসহ তার বাবাকে নিয়ে টাঙ্গাইল শহরের বটতলা এলাকায় বাসা ভাড়া করে থাকতেন। ওই এলাকায় তার একটি ফার্মেসি ছিল। শাহিনের স্ত্রী টাঙ্গাইলের স্থানীয় একটি স্কুলের শিক্ষিকা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকালে স্থানীয় ফরহাদ নামে এক ব্যক্তি চায়না জালে মাছ ধরতে গেলে বড়বাড়ি এলাকায় ব্রিজের নিচে ডোবায় সাজ্জাদ শাহীনের লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজনকে খবর দেয়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী আফরোজা মনি মুঠোফোনে জানান, গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় তার স্বামী রাগ করে বাসা থেকে চলে আসে।
স্থানীয় ৭নং দিঘর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন ফনি জানান, লাশের মাথায় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। মনে হয় এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
অপরদিকে, সাজ্জাদ হোসেন শাহিন (৪৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। টাঙ্গাইল -ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার বায়নাপাড়া থেকে রবিবার সকালে এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) সজল খান বিষয়টা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাহিনের মরদেহের সুরতহাল তৈরি করে লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বলা যাবে হত্যা নাকি আত্মহত্যা।
(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/পিএস)