দলীয় ত্রাণ তহবিলে সোয়া ৫ লাখ টাকা দিলো ক্যালিফোর্নিয়া বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২| আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:১০
অ- অ+

দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে অর্থ সহায়তা প্রদান করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিএনপি।

সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক অনুষ্ঠানে সহায়তার চেক হস্তান্তর করা হয়।

ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু ও সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমানের তত্ত্বাবধানে এবং দলের অন্য নেতাকর্মীদের সহযোগিতায় সংগৃহীত অর্থ থেকে ৫ লাখ ২৫ হাজার ২০ টাকার একটি চেক বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রে জমা দেওয়া হয়। চেকটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের কাছে হস্তান্তর করেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনির।

এসময় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এজমল হোসেন পাইলট প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাম্প্রতিক বন্যায় দেশের পূর্বাঞ্চলের অনেক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তাৎক্ষণিক নির্দেশে পূর্বঘোষিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত করে ৩১ আগস্ট বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/জেবি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা