যুবদল নেতার বিরুদ্ধে সাংবাদিককে গালিগালাজ করার অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪২
অ- অ+

লক্ষ্মীপুরের রায়পুর পৌর যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা যুবদলের সদস্য এবং পৌরসভার কর্মচারী ইকবাল পাটোয়ারীর কাছে একজন প্রবাসীর স্ত্রীর অভিযোগের বিষয় জানতে চাওয়ায় রায়পুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ পত্রিকার রায়পুর উপজেলা প্রতিনিধি আর জে হারুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে ওই সাংবাদিক রায়পুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

সাংবাদিক আর জে হারুন গণমাধ্যমকে জানান, সাবেক যুবদল নেতা ইকবালের বিরুদ্ধে চরপাতার নির্যাতিত একজন প্রবাসীর স্ত্রী ইকবালের নেতৃত্বে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখল করে নেওয়ার অভিযোগ এবং তাকে গৃহবন্দি করে রাতের অন্ধকারে পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

সেই অভিযোগ সত্যি কি না জানতে তাকে মুঠোফোনে কল দেওয়া হলে যুবদল নেতা ইকবাল আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। তিনি বলেন, ‘তুই কি প্রশাসন? নাকি চেয়ারম্যান-মেম্বার? তুই কি থানা? তুই জিজ্ঞেস করার কে? তিনি আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে ফোন কেটে দেন। এ বিষয়ে কল রেকর্ড আছে।’

এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম বলেন, ‘যত বড় নেতাই হোক না কেন, সাংবাদিককে গালিগালাজ করাটা কোনো রাজনৈতিক নেতার বৈশিষ্ট্য হতে পারে না। অভিযোগ উঠলে সাংবাদিকরা তার সত্যতা যাচাই-বাছাই করবেই। তাতে গালিগালাজ করবে কেন? আপনারা সত্য যাচাই-বাছাই করে নিউজ করেন। আমি অপরাধী হলেও আমার বিরুদ্ধে লিখতে পারেন।’

রায়পুর থানার অফিসার ইনচার্জ মাহবুব বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি হস্তক্ষেপে বিমানের টিকিটের দাম কমেছে ৭৫ শতাংশ
শ্রীপুরে কারখানায় ডাকাতি
খুলনায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
ঈদে রাজধানীতে বাসা-বাড়ি, প্রতিষ্ঠান ও বিপণি-বিতানের নিরাপত্তায় ডিএমপির নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা