সাইন্সল্যাবে আইডিয়াল ও ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৫ | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৪
রাজধানীর সাইন্সল্যাব মোড়ে আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষ শুরুর পর মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
দুপুরে ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ সামী বলেন, দুপুর ১২টা থেকে দুই কলেজের ছাত্রদের মধ্যে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। পরিস্থিতি এখন স্বাভাবিক।
(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/এলএম/এফএ)