পূজা উপলক্ষে ইলিশ চেয়ে আবদার ভারতের
কয়েক বছর ধরে দুর্গাপূজায় ভারতে বাংলাদেশের ইলিশ পাঠানোর ধারাবাহিকতা নিয়ে এবার অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইতোমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ না দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে পূজা উপলক্ষে ইলিশ চেয়ে বাংলাদেশের কাছে চিঠি পাঠানোর খবর পাওয়া গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, প্রতিবছর সেপ্টেম্বরের শুরু থেকেই ভারতে বাংলাদেশি ইলিশ পাঠানোর ব্যবস্থা করতো শেখ হাসিনা সরকার। এবার রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের কারণে ইলিশের ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
হিন্দুস্তান টাইমস বলছে, গত ৫ বছর ধরে বাংলাদেশ থেকে ইলিশ আমদানির রীতি মেনে এবারও ভারতে ইলিশ পাঠানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিস ইমপোর্টার অ্যাসোসিয়েশন।
পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা ও আসামেও রপ্তানি হতো বাংলাদেশের ইলিশ। পূজার মৌসুমে আরও বেশি চাহিদা থাকে। গত বছর ১৩০০ মেট্রিক টন ইলিশ গিয়েছিল বাংলাদেশ থেকে।
অন্তর্বর্তী সরকার আসার আগে থেকেই বাংলাদেশে ভারতবিরোধী বাতাস বইতে শুরু করেছিল। যার প্রভাব ইলিশ আমদানিতেও পড়বে, দাবি হিন্দুস্তান টাইমসের।
(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/টিটি/এফএ)