আবারও সুনামগঞ্জ সীমান্তে ইলিশ জব্দ
ভারতে পাচারের সময় সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ২৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি।
বুধবার ভোর রাতে উপজেলার বাংলাবাজার বিজিবি ক্যাম্পের ঘিলাতলী এলাকায় অভিযান চালিয়ে ইলিশ মাছ জব্দ করা হয়।
এরপূর্বে জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন শাহিদাবাদ এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ইলিশ মাছ জব্দ করে লাউড়েরগড় বিজিবি।
বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) উপজেলার ঘিলাতলী নামক সীমান্ত এলাকা দিয়ে সীমান্তের চিহ্নিত চোরাকারবারিরা ২৭৫ কেজি ইলিশ মাছ ভারতে পাচারের প্রস্তুতি নেয়। এ সময় বাংলাবাজার বিজিবি গোপন সংবাদের ভিত্তিত্বে কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদের নেতৃত্বে টহলদল
অভিযান চালায়, চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিত টের পেয়ে ২৭৫ কেজি মাছ ফেলে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য সাড়ে ৫ লাখ টাকা।
এসময় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, জব্দকৃত ২৭৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ স্থানীয় কাস্টমস এ জমা করা হবে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
(ঢাকা টাইমস/১১সেপ্টেম্বর/এসএ)