জাবির খালি আসনে ভর্তির সুযোগ পাচ্ছে ৫২ জন

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৬
অ- অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষে ৫২টি আসন খালি রয়েছে। এসব আসনে পুনরায় ভর্তির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রর ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য জানান।

ভর্তি পরিচালনা কমিটির তথ্যমতে, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে (এ ইউনিট) ছাত্রদের ১৭টি ও ছাত্রীদের ৮টি, সমাজবিজ্ঞান অনুষদে (বি ইউনিট) ছাত্রদের ৩টি ও ছাত্রীদের ১টি, কলা ও মানবিক অনুষদে (সি ইউনিট) ছাত্রদের ৭টি ও ছাত্রীদের ১০টি, জীববিজ্ঞান অনুষদে (ডি ইউনিট) ছাত্রদের ৩টি ও ছাত্রীদের ২টি করে আসন ফাঁকা আছে। এছাড়া নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে (সি ১ ইউনিট) ছাত্র ১টি আসন ফাঁকা রয়েছে।

কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব বলেন, ‘এ পর্যন্ত আমরা তিন ধাপে ভর্তি নিয়েছি। চূড়ান্ত ভর্তির পর এখনো ৫২টি আসন ফাঁকা রয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। গত বুধবার কেন্দ্রীয় ভর্তি পরিচালনার কমিটিতে ফাঁকা আসনে ভর্তির সিদ্ধান্ত হয়।’

অপেক্ষমাণ তালিকা থেকে ৫ম ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ১৫ সেপ্টেম্বর ভর্তির ওয়েবসাইটে প্রকাশ করা হবে জানিয়ে আলী রেজা বলেন, ‘নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ১৭ ও ১৮ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। আগামি ২৫ সেপ্টেম্বর ভর্তি নিশ্চিতকরণের জন্য সংশ্লিষ্ট কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখায় জমা দিতে হবে।’

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাশ্মীরে হামলা: পাকিস্তান-ভারতকে দায়িত্বশীল সমাধানের জন্য কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্রের
মুন্সীগঞ্জে পূর্ব বিরোধের জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ
উত্তরা আবাসিক এলাকা পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, দখলকৃত প্লট উদ্ধারের নির্দেশ
বন্য প্রাণীর মাংস খেয়ে আইনি বিপাকে ‘লাপাতা লেডিস’ খ্যাত অভিনেত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা