ময়মনসিংহে ২০০ লিটার চুলাই মদসহ গ্রেপ্তার ২
বিশেষ মাদকবিলোধী অভিযান চালিয়ে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার রমেশ সেন রোডের পতিতাপল্লী এলাকা থেকে ২০০ লিটার চুলাই মদসহ দুজনকে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে নয়টার দিকে স্থানীয় মো. হিরু মিয়ার চারতলা বাড়ির নিচতলার ভাড়াটিয়া মো. দেলোয়ার হোসেন ও জহুরুল ইসলামের ঘর থেকে ওই মদ জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মোহাম্মদ আশরাফুল আলম।
চুলাই মদ ব্যবসায়ী দেলোয়ার হোসেন নগরের আকুয়া ফিরোজ লাইব্রেরী মোড়ের মৃত সুলতান মিয়ার ছেলে এবং জহুরুল ইসলাম কোতোয়ালি থানা এলাকার মৃত সিরাজ আলীর ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। দেলোয়ার হোসেনের নামে আরও একটি মাদক মামলা রয়েছে।
ডিবি ওসি সহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করে তাদের আদালতে পাঠানো হয়।
(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/মোআ)