বন্যার্তদের গৃহনির্মাণ তহবিল গঠনে মোহাম্মদপুরে কনসার্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৯
অ- অ+

দেশের পূর্ব, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলে সাম্প্রতিক বন্যায় মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে কয়েক হাজার পরিবার। বন্যাপীড়িত সেই মানুষগুলোকে নতুন ঘর তৈরিতে সহযোগিতা করতে রাজধানীতে কনসার্ট করেছে স্বপ্নপুরী নাট্যদল ও মোহাম্মদপুর মিউজিশিয়ানের শিল্পীরা।

শুক্রবার বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত মোহাম্মদপুরের শ্যামলি পার্ক মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হয়।

কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পী শফি মন্ডল, চিশতি বাউল এবং কোহিনুর আক্তার গোলাপি। এছাড়াও নাবিল, ইমন, রনি, সুজন, অর্নব, শাকিল, প্রান্ত, মাহিনী, সজিব, মুন্নীসহ স্থানীয় সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন

অনুষ্ঠানে সহযোগিতা করে থার্ড আই ফাউন্ডেশন, ইচ্ছে ফাউন্ডেশন, গণসাফল্য সমাজ উন্নয়ন সংস্থা, স্বপ্নপুরী কল্যান সংস্থা ও সিআইবি মানব কল্যান সংস্থা।

আয়োজনের বিষয়ে স্বপ্নপুরী নাট্যদলের সদস্য সচিব এজাজ আহমেদ বলেন, ‘আমরা সব সময় আমাদের সংগঠনের উদ্যোগে সামাজিক কাজ করি। বন্যার্তদের জন্য এটা আমাদের একটি চেষ্টা। আমরা খুবই আনন্দিত, হাজার হাজার মানুষ আমাদের এই আয়োজনে এগিয়ে এসেছেন।’

মোহাম্মদপুর মিউজিশিয়ানের প্রধান সমন্বয়ক আওলাদ হোসেন বলেন, ‘আমরা যেহেতু শিল্পী। আমরা আমাদের মেধা দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। এর মাধ্যমে আমরা সংগৃহিত অর্থ দিয়ে বন্যার্তদের জন্য গৃহ নির্মাণের উদ্যোগ নিতে যাচ্ছি।’

ইচ্ছে ফাউন্ডেশনের সভাপতি উজ্জ্বল রায় বলেন, ‘আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সব সময়ই পীড়িত মানুষের সেবায় এগিয়ে আসার চেষ্টা করেছি। আজকের এই আয়োজনও তারই একটি অংশ। আমাদের এ ধরণের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে৷’

অনুষ্ঠানে আগত ম্যাক্স ফাউন্ডেশনের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইমাম মাহমুদ রিয়াদ বলেন, ‘মানুষের সহযোগিতা করার যে জোয়ার দেশে এসেছে, বিদেশিদের থেকে অর্থ না নিয়ে আমরা নিজেরাই নিজেদের সহযোগিতা করতে পারি। এটা একটি বড় সাফল্য।’

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এমআই/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্তে নেমেছে র‍্যাব
হজ শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার হাজি, মৃত্যু ৪২ জনের
মুরাদনগরে আলোচিত নারী নির্যাতন: বড়ভাই ফজর আলীকে ফাঁসাতে ওই নারীকে হাতিয়ার বানান শাহ পরান
রাষ্ট্রপতির ক্ষমা কমাতে একমত বিএনপি-জামায়াত-এনসিপিসহ সব দল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা