বন্যার্তদের গৃহনির্মাণ তহবিল গঠনে মোহাম্মদপুরে কনসার্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৯

দেশের পূর্ব, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলে সাম্প্রতিক বন্যায় মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে কয়েক হাজার পরিবার। বন্যাপীড়িত সেই মানুষগুলোকে নতুন ঘর তৈরিতে সহযোগিতা করতে রাজধানীতে কনসার্ট করেছে স্বপ্নপুরী নাট্যদল ও মোহাম্মদপুর মিউজিশিয়ানের শিল্পীরা।

শুক্রবার বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত মোহাম্মদপুরের শ্যামলি পার্ক মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হয়।

কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পী শফি মন্ডল, চিশতি বাউল এবং কোহিনুর আক্তার গোলাপি। এছাড়াও নাবিল, ইমন, রনি, সুজন, অর্নব, শাকিল, প্রান্ত, মাহিনী, সজিব, মুন্নীসহ স্থানীয় সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন

অনুষ্ঠানে সহযোগিতা করে থার্ড আই ফাউন্ডেশন, ইচ্ছে ফাউন্ডেশন, গণসাফল্য সমাজ উন্নয়ন সংস্থা, স্বপ্নপুরী কল্যান সংস্থা ও সিআইবি মানব কল্যান সংস্থা।