বগুড়া জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা
বগুড়া জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করা হয়েছে। এর আগে একইদিনে ছাত্রদলের কমিটিও ঘোষণা করা হয়।
শুক্রবার পৃথক পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহাঙ্গীর আলমকে সভাপতি ও আবু হাসানকে সাধারণ সম্পাদক করে বগুড়া জেলা যুবদল এবং আহসান হাবিব মমিকে সভাপতি ও আদিল শাহরিয়ার গোর্কিকে সাধারণ সম্পাদক করে বগুড়া শহর যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ কমিটি অনুমোদন করেছেন।
অপরদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া জেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সরকার মুকুলকে সভাপতি, রাকিবুল ইসলাম শুভকে সাধারণ সম্পাদক ও সাইদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া জেলা শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সরকার মুকুলকে সভাপতি, রাকিবুল ইসলাম শুভকে সাধারণ সম্পাদক ও সাইদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এই কমিটি অনুমোদন করেছেন।
(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/জেবি/এসআইএস)