কুবিতে ঈদে মিলাদুন্নবী পালনে আহ্বায়ক কমিটি গঠন

​​​​​​​কুবি প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৮ | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫০

সোমবার (১৬ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো পালিত হবে ঈদে মিলাদুন্নবী। উপলক্ষে ছয় সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত আটটায় ঈদে মিলাদুন্নবী পালনের জন্য গঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক . মো. আবদুল হাকিম বিষয়টি নিশ্চিত করেন।

আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মো. খলিলুর রহমান, সদস্য মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক . শহিদুল ইসলাম, এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. মিজানুর রহমান, গণিত বিভাগের কম্পিউটার অপারেটর কে এম কামরুল হাসান কেন্দ্রীয় লাইব্রেরি কার্যালয়ের অফিস সহকারী কাম ডাটা প্রসেসর মোহাম্মদ খলিলুর রহমান।

সদস্য সচিব মাওলানা মো. খলিলুর রহমান বলেন, 'ঈদে মিলাদুন্নবী পালনের চিঠি পেয়েছি। মুসলমানদের ঈদ দুটি। ঈদে মিলাদুন্নবীকে ঈদ হিসেবে পালন করা শরিয়ত সম্মত না। নবীকে নিয়ে সারা বছরই পড়ালেখা করা যায়। ঈদে মিলাদুন্নবীর দিন নবীর জীবনী পড়া, বুজুর্গ আলেম-ওলামাদের কাছ থেকে ওয়াজ শোনা গুনাহর কাজ নয়, এটি ভালো কাজ।'

ঈদে মিলাদুন্নবী আয়োজনের কমিটির আহ্বায়ক অধ্যাপক . মো. আবদুল হাকিম বলেন, 'এ বছরই প্রথম ঈদে মিলাদুন্নবী পালনের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। সময় কম পাওয়ায় আমাদের আয়োজন ছোট পরিসরে হবে। ঈদে মিলাদুন্নবীর দিন আমরা জাতীয় পতাকা উত্তোলন, জোহরের নামাজের পর দোয়া মিলাদ মাহফিলের আয়োজন থাকবে।'

(ঢাকাটাইমস/১৪ সেপ্টেম্বর/পিএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :