‘পাকিস্তানের চেয়ে ভারত অনেক ভালো দল’ বাংলাদেশকে মনে করিয়ে দিলেন জাদেজা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪১
অ- অ+

সাম্প্রতিক সময়ে পাকিস্তানকে ঘরের মাঠে টেস্টে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। পাকিস্তান বধের পর টাইগারদের সামনে এবার ভারত চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জও ভালোভাবে উৎরে যাওয়ার প্রত্যাশা নাজমুল শান্তর দলের। যদিও ভারতকে অতো সহজে বাংলাদেশ হারাতে পারবে না বলেই বিশ্বাস অজয় জাদেজার।

সাম্প্রতিক সময়ে টেস্টে ভালো করায় বাংলাদেশ বেশ আত্মবিশ্বাসী থাকবে বলেই মনে করেন ভারতের সাবেক এই ক্রিকেটার। যদিও পাকিস্তান আর ভারত যে এক দল নয় সেটাও শান্তবাহিনীকে মনে করিয়ে দিচ্ছেন তিনি।

ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে গতকাল রাতে ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জাদেজা। সেখানে তিনি বলেছেন, ‘জয়ের পর যে দলই যেখানে খেলতে যাক, তাদের মধ্যে জেতার একটা বিশ্বাস থাকে। কিন্তু এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট দল ও ভারত ক্রিকেট দলের মধ্যে অনেক পার্থক্য। পাকিস্তানের চেয়ে ভারত অনেক এগিয়ে।’

এরপর তিনি যোগ করেছেন, ‘তবে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে দেখলে, তারা বিশ্বাস করবে—যেহেতু তারা পাকিস্তানকে হারিয়েছে, ভারতকেও কেন পারবে না। কিন্তু আমরা অনেক ভালো দল, তারাও ভালো। বাংলাদেশ স্পিন ভালো খেলে, কন্ডিশনও মানানসই।’

সর্বশেষ ভারত সফরের দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে ভারত সেই জয় নিয়ে পড়ে থাকছে না। বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে ভারত।

নতুন কোচ গৌতম গম্ভীরের অধীনে এবারই প্রথম টেস্ট খেলবে ভারত। নতুন কোচের ওপর পুরো আস্থা আছে জাদেজার, ‘এটা স্পষ্ট, গম্ভীরের কৌশল আক্রমণাত্মক। ও থাকলে কোনো নিস্তেজ মুহূর্ত থাকবে না, এটা নিশ্চিত। ও নতুন কিছু চেষ্টা করবে। ওর যেটা বিশ্বাস, সে অনুযায়ী কাজ করবে।’

তিনি গম্ভীরকে কোনো পরামর্শ দিতে চান কি না, এই প্রশ্নে জাদেজা বলেছেন, ‘আশা করছি, ও কারও পরামর্শ নেবে না, কৌশল পরিবর্তন করবে না। কারণ যে কৌশল তোমাকে তৈরি করেছে, সেটাতেই বিশ্বাস ধরে রাখা উচিত। আর এমনিতে ওর উন্নতি চলমান থাকবে।’

ভারতের উদ্দেশে আজই দেশ ছাড়ার কথা বাংলাদেশের খেলোয়াড়দের। নাজমুল হোসেনের দল সেখানে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির দুটি সিরিজ খেলবে। প্রথম টেস্ট হবে ১৯ সেপ্টেম্বর, চেন্নাইয়ে। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
শিগগিরই বাংলাদেশ সফর করতে পারেন জর্জিয়া মেলোনি: ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা