কালো মেঘে ঢাকা আকাশ, টানা বৃষ্টি, রোদ ঝলমলে হতে আরও দুদিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৬| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০১
অ- অ+

বাংলা ক্যালেন্ডারে আজ ভাদ্রের শেষ দিন। সোমবার পয়লা আশ্বিন। ঋতু পঞ্জিকায় এই দুই মাস শরতকাল। তবে শরতের শ্বেতশুভ্রের বদলে দুদিন ধরেই ভারী মেঘের দখলে আকাশ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্ন চাপে পরিণত হওয়ায় পুরোদস্তুর বর্ষার রূপ। রবিবারও দিনভর ঝড়ো বাতাস আর টানা বৃষ্টি। আগামী তিন দিন এমন বৃষ্টির আভাস দিচ্ছে আবহাওয়া অফিস।

তবে বৃষ্টিতে আর থেমে নেই জনজীবন। ভোগান্তিতে নাকাল হতে-হতে যাওয়া লেগেছে অফিসে, গন্তব্যে। বৃষ্টি মাথায় নিয়ে বাইরে থাকতে হচ্ছে খেটে খাওয়া মানুষকে। তার ওপর রাজধানীর গুরুত্বপূর্ণ অনেক সড়কে গণপরিবহনও কম। ফলে যানবাহনের বিড়ম্বনাও আছে। আবার রাজধানীর অনেক সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, রবি থেকে মঙ্গলবার পর্যন্ত দেশজুড়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকবে। সেইসঙ্গে কোথাও কোথাও অতিভারি বর্ষণের শঙ্কাও রয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, স্থল গভীর নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গভীর স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়া অফিস বলছে, বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। রবিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে সোমবার দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এদিকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ২২৩ মিলিমিটার।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
দেশে ফিরছেন খালেদা জিয়া, সবাই উচ্ছ্বসিত: মির্জা ফখরুল
সাগর-রুনির হত্যাকারী দুজন, তবে শনাক্ত করা যাচ্ছে না: টাস্কফোর্সের প্রতিবেদন
বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন খালেদা জিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা