ভিসা জটিলতায় বাংলাদেশে আসতে পারছেন না ঋতুপর্ণা-স্বস্তিকা
আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক বেশ খানিকটা দোলাচলে। যার প্রভাব পড়েছে বিনোদন জগতেও। দুই দেশের ভিসা জটিলতার প্রভাব পড়ছে দুই বাংলার সিনেমাতেও। কাজ আটকে গেছে একাধিক সিনেমার।
যেমন- ভিসা না পাওয়ার কারণে ওপার বাংলার নায়ক দেবের নায়িকা হিসাবে কাজ করা হয়নি এপার বাংলার তাসনিয়া ফারিণের। পরীমনিও ‘ফেলুবকশি’ নামে একটি সিনেমার বাকি থাকা অংশের শুটিং করতে যেতে পারছেন না।
একই চিত্র ওপার বাংলায়ও। ভিসা জটিলতায় স্বস্তিকা মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তর মতো টলিউড নায়িকারাও বাংলাদেশে আসতে পারছেন না। চলতি মাসেই বাংলাদেশে এসে সিনেমার শুটিং শুরু করার কথা ছিল ঋতুপর্ণা, স্বস্তিকার।
কিন্তু ঢাকায় এসে শুটিং করার জন্য ওয়ার্ক পারমিটের আবেদনে সাড়া পাচ্ছেন না টলিউড নায়িকারা, মেলেনি ভিসাও।
বাংলাদেশি পরিচালক হিমু আকরামের ‘আলতাবানু জোছনা দেখেনি’ সিনেমাতে লিড চরিত্রে কাজ করছেন স্বস্তিকা। গত সপ্তাহেই সেই সিনেমার শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু সম্ভব হয়নি।
অন্যদিকে, রাশিদ পলাশের পরিচালনায় ‘তরী’ সিনেমার শুটিংয়ে ঢাকায় পৌঁছানোর কথা ছিল ঋতুপর্ণা সেনগুপ্তের। কিন্তু সেখানেও ওয়ার্ক পারমিট ও ভিসা সমস্যা বাধা হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থা কতদিন থাকে এখন সেটাই দেখার।
(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এজে)