এমবাপ্পের সঙ্গে খেলা নরকযন্ত্রণার মতো, ভিনিসিউসদের নেইমার
ফরাসি ক্লাব পিএসজিতে লম্বা সময় ধরে সতীর্থ ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার ও ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে। ক্লাবটিতে দুইজনে জুটি গড়েন ২০১৭ সালে। পেনাল্টি কে নেবেন- এ নিয়ে পিএসজির সাবেক দুই ফুটবলার নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পেকে অহরহ বিবাদে জড়াতে দেখা গেছে।
দুজনই রাগচটা হিসেবে পরিচিত, ফলে লোকচক্ষুর আড়ালে থাকেনি তাদের দ্বন্দের ব্যাপারটি। এমনকি সে সময় পিএসজি কর্তৃপক্ষ ও কোচদের জন্যও দুজনকে সামলে রাখা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছিল। লিওনেল মেসির মতো মহাতারকা এসেও দূর করতে পারেননি দুজনের দ্বন্দ্ব।
গত বছর পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে নাম লেখান নেইমার। ২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড দামে দলবদল করা ব্রাজিলিয়ান তারকার সঙ্গে শেষদিকে ফরাসি ক্লাবটির সম্পর্কে চরম অবনতি হয়। ধারণা করা হয়, প্রভাব ছিল শেষ কয়েক বছর ‘সর্বেসর্বা’ বনে যাওয়া এমবাপ্পেরও। এমনকি কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গেও তিক্ততা দেখা যায় এমবাপ্পের।
২০২২ সালে পিএসজির ওপর বড় বড় শর্ত আরোপ করে চুক্তি নবায়ন করা এমবাপ্পে এখন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। গত জুনে ফ্রি ট্রান্সফারে দলবদল করেছেন তিনি। রিয়াল মাদ্রিদেই খেলেন নেইমারের জাতীয় দলের কয়েকজন সতীর্থ; এডার মিলিটাও, ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, এন্দরিক।
রিয়ালে যাওয়ার পর ব্রাজিলিয়ান খেলোয়াড়দের সঙ্গে এমবাপ্পের বেশ উষ্ণ সম্পর্কের খবরও সামনে এসেছে। বিশেষ করে ভিনিসিউসের সঙ্গে এমবাপ্পের সুসম্পর্কের বিষয়টি একেবারেই প্রাকশ্য।
নিজে পেনাল্টি না নিয়ে এমবাপ্পেকে নেওয়ার সুযোগ করে দিতে দেখা গেছে ভিনিকে। গোলের পর একসঙ্গে উদ্যাপনও করেন তারা। তবে এর মধ্যে নাকি এমবাপ্পের ব্যাপারে ব্রাজিলিয়ান সতীর্থদের সতর্কবার্তা পাঠিয়েছেন নেইমার। তিনি জানিয়েছেন, এমবাপ্পের সঙ্গে খেলাটা নরকযন্ত্রণার মতো।
এমবাপ্পের ব্যাপারে সতীর্থদের নেইমারের এই বার্তা দেওয়ার বিষয়টি জানিয়েছেন ফরাসি সাংবাদিক ও টেলভিশিন ব্যক্তিত্ব সাইরিল হানুনা। ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত নেইমার ও এমবাপ্পে পিএসজিতে একসঙ্গে ১৩৬ ম্যাচ খেলেছেন। এই সময়ে দুজন মিলে দলের হয়ে করেছেন ৫৪ গোল।
লম্বা সময়ের এই সতীর্থকে নিয়ে ব্রাজিলিয়ান বন্ধুদের নেইমার কী বার্তা দিয়েছেন, তা জানিয়ে ‘ইউরোপ ওয়ান’ নামে একটি পডকাস্টে সাইরিল হানুনা বলেছেন, ‘রিয়ালে খেলা সেই ব্রাজিলিয়ানরা নেইমারের বন্ধু। আর নেইমার ও এমবাপ্পের মধ্যে যুদ্ধটা সব সময় বিরাজমান ছিল। সেই পরিপ্রেক্ষিতে নেইমার ব্রাজিলিয়ান বন্ধুদের একটি বার্তা পাঠান। যেখানে সে তাদের বলে, এমবাপ্পের সঙ্গে খেলাটা বিপর্যয়কর। এটা অনেকটা নরকযন্ত্রণার মতো।’
নেইমার ও এমবাপ্পে এখন আলাদা দুই ভুবনের বাসিন্দা। আল হিলালের ফরোয়ার্ড নেইমার চোটে পড়ে প্রায় ১১ মাস ধরে মাঠের বাইরে। তাঁর ফেরার দিনক্ষণ নিয়েও আছে ধোঁয়াশা। অন্য দিকে রিয়ালের হয়ে পায়ের নিচে মাটি খুঁজে বেড়াচ্ছেন এমবাপ্পে। লা লিগায় প্রথম তিন ম্যাচে গোল না পেলেও পরের দুই ম্যাচে দুই গোল করেছেন তিনি।
(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এনবিডব্লিউ)