বাফুফেকে কড়া বার্তা দিয়ে চিঠি পাঠিয়েছে বসুন্ধরা কিংস
ফুটবলে বাংলাদেশের অন্যতম ক্লাব বসুন্ধরা কিংস। ইতিহাস গড়ে টানা পাঁচ আসরে চ্যাম্পিয়ন হয়েছে ক্লাবটি। দেশের বয়সভিত্তিক দল ও নারী ফুটবলেও নজর রেখেছে কিংস। তবে অনূর্ধ্ব-২০ জাতীয় দলের কোচ মারুফুল হকের বিরুদ্ধে কিংসের বয়সভিত্তিক ফুটবলারদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণে অভিযোগে চটেছে ক্লাব কর্তৃপক্ষ।
মারুফুল হকের এমন ঘটনায় ফেডারেশনকে কড়া বার্তা দিয়ে চিঠি পাঠিয়েছে বসুন্ধরা কিংস। অনূর্ধ্ব-২০ দলের ক্যাম্পে কিংসের কিছু ফুটবলার ডাক পেয়েছিলেন। তবে সকলকে একসঙ্গে ক্যাম্পের জন্য ছাড়া হয়নি। ইনজুরি এবং নতুন কোচের সঙ্গে অনুশীলনের জন্য ধাপে ধাপে ফুটবলারদের ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল ক্লাবটি।
রোববার (১৫ সেপ্টেম্বর) ক্যাম্পে যোগ দেওয়া বসুন্ধরা কিংসের ফুটবলারদের অনুশীলনে অংশ নিতে দেননি মারুফুল হক। এর কারণ, সব ফুটবলারদের একসঙ্গে ক্যাম্পে পাঠানো হয়নি। শুধু তা-ই নয়, কোচের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও করেছেন ফুটবলাররা। গতকালই তারা ক্লাবের ক্যাম্পে ফিরে গেছেন।
কোচের এমন ব্যবহারে বাফুফের আচরণ বিধিও ভঙ্গ করেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। 'একজন প্রধান কোচের কাছ থেকে এমন অপেশাদার আচরণ অগ্রহণযোগ্য। আমরা বসুন্ধরা কিংস জানাতে চাই যে, এটা অত্যন্ত গুরুতর শৃঙ্খলামূলক আচরণ যা আমরা মানতে পারি না। ভবিষ্যতে এমন নির্দিষ্ট কোচের অধীনে আমরা বয়সভিত্তিক, পুরুষ ও নারী জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়ব না।'
গত জুলাইয়ে দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যেই অনূর্ধ্ব-২০ দলের অনুশীলন চলমান ছিল। এই দলের আবাসন ও অনুশীলন সুবিধা দিয়েছিল বসুন্ধরা কিংসই। নানা সময়ে জাতীয় দলের অনুশীলনও হয় কিংস অ্যারেনায়। যুব সাফে চ্যাম্পিয়ন হওয়ার পর চলমান ক্যাম্পের কিছুদিন অনুশীলন হয়ে কিংসের মাঠেই। কিংস তাদের চিঠিতে আরও জানিয়েছে,'আমরা আশা করছি, বাফুফে এই ব্যাপারে কঠোর অবস্থান নেবে। তা না হলে ভবিষ্যতে বাফুফে ও বসুন্ধরা কিংসের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে।'
ফিফা উন্ডোতে যেমন ৪৮ ঘন্টার আগে ক্লাবগুলোকে জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে হয় যুব দলের ক্ষেত্রে তেমন বাধ্যবাধকতা নেই। এরপরও কিংস চেয়েছিল ভিয়েতনামে যাওয়ার আগেই তাদের ফুটবলারদের ছেড়ে দিতে। কিন্তু তার আগেই কোচের এমন অপেশাদার আচরণ মেনে নিতে পারছে না দেশের শীর্ষ এই ক্লাবটি।
আগামী ২১ সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান কাপ বাছাই। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভিয়েতনাম, সিরিয়া, ভুটান ও গুয়াম।
(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এনবিডব্লিউ)