সজীবের নেতৃত্বে নয়াপল্টনের সমাবেশে পাঁচ হাজারের বেশি নেতাকর্মী 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:০২

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে নারায়ণগঞ্জ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবের নেতৃত্বে যোগ দিয়েছেন পাঁচ হাজারের বেশি নেতাকর্মীর বিশাল মিছিল। তরুণ এ নেতার মিছিলের স্লোগানে স্লোগানে প্রকম্পিত ছিল নয়াপল্টন এলাকা।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা মিছিলগুলোর মধ্যে তার মিছিলটি সবার দৃষ্টি কাড়ে। এতে কেন্দ্রীয় বিএনপির নেতাদের প্রশংসায় ভেসেছেন এ তরুণ যুবদল নেতা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে গণসমাবেশ শুরু হয়। শুরুতে বক্তব্য দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

দুপুর ১২টার আগে থেকেই ঢাকার আশপাশের এলাকার মতো সোনারগাঁ থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশস্থলে হাজির হন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব। মিছিলে নেতাকর্মীদের হাতে হাতে ছিল দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার এবং ফেস্টুন।

গণসমাবেশের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্যরাসহ সিনিয়র নেতারা।

সরেজমিনে দেখা গেছে, তীব্র রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসেন নেতাকর্মীরা। মাথায় জাতীয় পতাকা বাঁধা, গণতন্ত্র ফিরে পেয়ে উল্লাস করেন তারা।

হাজার হাজার নেতাকর্মীর ভিড়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব গণমাধ্যমকর্মীদের বলেন, ‘নির্বাচন হলো গণতন্ত্রের একটা বড় ধাপ। এর মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে। গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচন যেমন দরকার, তেমনিভাবে রাষ্ট্র সংস্কার, প্রশাসন, বিচার বিভাগ, ভোটের অধিকার এই তিনটি জিনিস সংস্কার করে এই সরকার যাতে নির্বাচন দেয় এটি হচ্ছে আমাদের প্রথম ম্যাসেজ।’

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ গড়া এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে খাইরুল ইসলাম সজীব বলেন, ‘স্বৈরাচার সরকারের দুঃশাসনের অবসান হলেও তারা কিন্তু থেমে নেই। এখনো তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে। তারা বিএনপিতে অনুপ্রবেশ করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে।’ বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে নতুন কাউকে দলে জায়গা না দেওয়ার আহ্বান তিনি।

গত রোববার (১৫ সেপ্টেম্বর) সমাবেশটি হওয়ার তারিখ নির্ধারণ করেছিল বিএনপি। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে দুই দিন পিছিয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হয় গণতন্ত্র সমাবেশ।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সাতক্ষীরায় শহীদ আসিফের কবরের পাশে উপদেষ্টা আসিফ মাহমুদ

ফরিদপুরে বিষাক্ত অ্যালকোহল পানে দুই কলেজছাত্রীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

কুয়াকাটায় হোটেলে রুম না পেয়ে ফিরে যাচ্ছে পর্যটক

শতাধিক বসতবাড়ি কৃষিজমি বিলীন, ভাঙন ঝুঁকিতে স্কুল মাদ্রাসা মসজিদ

পটুয়াখালীতে রাতের আঁধারে মাছের ঘেরে বিষ, ১০ লাখ টাকার ক্ষতি

সংখ্যালঘু শব্দটিতে বিশ্বাস করে না বিএনপি: শামা ওবায়েদ 

লৌহজংয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন আব্দুস সালাম আজাদ

পদ্মায় মেলেনি কাঙ্ক্ষিত ইলিশ, রাজবাড়ীর জেলেদের মাথায় হাত

চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার 

এই বিভাগের সব খবর

শিরোনাম :