ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৮৭২
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৮ | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৩
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও পাচঁ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭২ জন।
বিজ্ঞপ্তি বলা হয়, নতুন করে আক্রান্তদের মধ্যে ৩৫৩ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে চট্টগ্রাম বিভাগে ২২৪ জন, ঢাকা বিভাগে ১০২ জন, বরিশাল বিভাগে ৮০ জন, খুলনা বিভাগে ৭২, রাজশাহী বিভাগে ২৫, ময়মনসিংহ বিভাগে ১৩ ও রংপুর বিভাগে ৩ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০ হাজার ২১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১১৩ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৬ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৫৩ দশমিক ৭ শতাংশ নারী।
(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এমআর)