আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না: খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৩

দেশের স্থিতিশীলতা রক্ষায় দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। একইসঙ্গে আইন নিজের হাতে তুলে না নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার অনুষ্ঠিত দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নেতারা এ আহ্বান জানান।

তারা বলেন, দেশের সব সেক্টরে স্থিতিশীলতার পরিবেশ রক্ষায় দেশপ্রেমিক ছাত্রজনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। স্বৈরাচার সরকারের আমলে সব হত্যা-খুনের বিচার কার্যক্রম দ্রুত শুরু করতে হবে। দেশের বাইরে বসে খুনি হাসিনা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করে যাচ্ছে। তাকে দেশে ফিরিয়ে এনে অবিলম্বে বিচার কার্যক্রম শুরু করতে হবে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করতে হবে।

বৈঠকে আশা প্রকাশ করে নেতারা বলেন, রাষ্ট্রীয় সংস্কারের জন্য যে কমিশনগুলো গঠিত হয়েছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পাদন করবে বলে আমাদের বিশ্বাস। অন্তর্বর্তী সরকার দেশের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে যৌক্তিক সময়ের মধ্যে একটি নির্বাচন আয়োজন করবে আমরা প্রত্যাশা করছি। দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল এক্ষেত্রে সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে।

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা সাখাওয়াত হোসাইন, আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, আবু সালেহীন, ডা. রিফাত হোসেন মালিক, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, তাওহীদুল ইসলাম তুহিন, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, আবদুল হক আমিনী, মো. জিল্লুর রহমান, মো. শায়খুল ইসলাম, আবু আদিবা, নুর হোসেন, সাইফুদ্দিন আহমদ খন্দকার, আবুল হোসেন, মুহাম্মদ আজিজুল হক প্রমুখ।

ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/জেবি/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

শিবিরকে অন্য ছাত্রসংগঠনের ফ্রেমওয়ার্কে ডিফাইন করলে ভুল হবে: সাদিক কায়েম

২৪ ঘণ্টার মধ্যে কীভাবে মুক্তি পেলেন সাবের চৌধুরী, প্রশ্ন রিজভীর

সংস্কারের নামে নির্বাচন দীর্ঘায়িত হলে মানুষ সন্দেহ করবে: সরকারকে টিপু

গণতান্ত্রিক রাজনীতি ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের আহ্বান রিজভীর

জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল আ. লীগ: আমিনুল হক 

জিএম কাদেরসহ জাপা ও ১৪ দলের নেতাদের বিচার দাবিতে রাজধানীতে মশাল মিছিল 

রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন মির্জা ফখরুল 

এবার শামীম ওসমানের বিরুদ্ধে হত্যাচেষ্টার দুই মামলা, আসামি ৬২

আওয়ামী লীগ ছাড়বেন সাবের চৌধুরী? বহুমুখী গুঞ্জন, কৌতূহল

জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

এই বিভাগের সব খবর

শিরোনাম :