সিনেমার গল্পকেও হার মানায় এই তারকাদের প্রেম কাহিনি

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৮

বলিউডের তারকারা যত বেশি তাদের কাজের জন্য শিরোনামে থাকেন, ততটাই আলোচনায় থাকেন ব্যক্তিগত জীবন নিয়ে। তাদের প্রেম কাহিনি উঠে আসে প্রতিদিনের খবরে। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যায় এমন অনেক প্রেমের গল্প, বলা ভালো ত্রিকোণ প্রেমের গল্প। সিনেমার চিত্রনাট্যের থেকে কম যায় না সেসব গল্প।

তারই মধ্যে অন্যতম রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের প্রেম। রণবীরের প্রেমে তার নামের ট্যাটুও করে ফেলেছিলেন দীপিকা। কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি সেই প্রেম। এরপর রণবীর সিংয়ের প্রেমে পড়েন নায়িকা। আপাতত রণবীর সিংকে বিয়ে করে সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছেন তিনি। সম্প্রতি কন্যাসন্তানের মা-ও হয়েছেন।

সালমান খান-ক্যাটরিনা কাইফ-রণবীর কাপুর

বলিউডের ভাইজান সালমান খান ও ক্যাটরিনা কাইফের প্রেম সম্পর্কে কে না জানে! সালমানের হাত ধরেই বলিউডে উত্তরণ ঘটেছিল ক্যাটরিনার। কিন্তু এই সম্পর্কেও পড়ে ছেদ। সালমানের সঙ্গে বিচ্ছেদের পর ক্যাটরিনা প্রেমে পড়েন রণবীর কাপুরের। কিন্তু সে সম্পর্কও টেকেনি। এর পরই রণবীর দীপিকার প্রেমে পড়েন। সেই প্রেমও ভেঙে আলিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর। এখন তাকে নিয়েই সংসার করছেন। কন্যাসন্তানের বাবাও হয়েছেন।

ডিনো মারিয়া-বিপাশা বসু-জন আব্রাহাম

ডিনো মারিয়া ও বিপাশা বসুর প্রেমকাহিনি বলিউডে একসময় বেশ চর্চায় ছিল। কোনোদিনই সেই সম্পর্ককে অস্বীকার করেননি তারা। কিন্তু শেষ পর্যন্ত টেকাতে পারেননি। এরপর জন আব্রাহামের প্রেম পড়েন বিপাশা। ১০ বছরেরও বেশি সময় ধরে তারা একে অপরকে ডেট করেন। কিন্তু সেই সম্পর্কও পরিণতি পায়নি। বর্তমানে জন-বিপাশা দুজনেই আলাদা সুখে সংসার করছেন।

সালমান খান-ঐশ্বরিয়া-বিবেক ওবেরয়

বিটাউনের সবচেয়ে বিতর্কিত ত্রিকোণ প্রেমের তিন তারকা হলেন সালমান খান, ঐশ্বরিয়া রাই ও বিবেক ওবেরয়। সালমানের সঙ্গে প্রেম ভাঙার পর বিবেকের প্রেম পড়েন ঐশ্বরিয়া। বিবেকের দাবি, এর জেরেই একের পর এক সিনেমা থেকে বাদ পড়তে হয় তাকে। বদলা নিতে সালমান বিবেকের ক্যারিয়ারই শেষ করে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ।

সেই প্রেম থেকে বেরিয়ে বিবেক বিয়ে করে সংসারী হয়েছেন। ঐশ্বরিয়াও ২০০৭ সাল থেকে বচ্চন পরিবারের পুত্রবধু। কিন্তু আজও সংসার পাতা হয়নি সালমান খানের। কোনোদিন বিয়ে করবেন না বলেই খবর।

সাইফ আলি-কারিনা কাপুর-শাহিদ কাপুর

কারিনা কাপুর ও শাহিদ কাপুরের জুটির জনপ্রিয়তা ছিল তুঙ্গে। এমনকি অনলাইনে একবার ফাঁস হয়ে যায় তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবিও। কিন্তু সেই সম্পর্কেও ছেদ টানেন শাহিদ। তার কিছুদিন পরেই সাইফ আলি খানের প্রেমে পড়েন নায়িকা। দুই সন্তানের জননী কারিনা এখনো শাহিদের সঙ্গে এক ছবিতে অভিনয় করেন না।

কারিনা বিয়ে করে থিতু হয়েছেন সাইফ আলি খানের সংসারে। বিয়ের আগে এই নায়কের সঙ্গেই দীর্ঘদিন প্রেম করেছেন। বিয়ের পর দুই পুত্রসন্তানের মা-ও হয়েছেন। অন্যদিকে, বহু আগে বিয়ে করে সংসারী হয়েছেন শাহিদ কাপুরও। তিনিও দুই সন্তানের বাবা।

শাহিদ কাপুর-প্রিয়াঙ্কা চোপড়া-হারমন বাওয়েজা

কারিনার সঙ্গে বিচ্ছেদের পর সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমে পড়েছিলেন শাহিদ কাপুর। সেই সম্পর্ক এক বছরও স্থায়ীত্ব পায়নি। এরপর অভিনেতা হারমন বাওয়েজার প্রেমে পড়েন নায়িকা। কিন্তু সেই প্রেমও ভেঙে যায় তাড়াতাড়ি। প্রিয়াঙ্গা কয়েক বছর ধরে মার্কিন পপ গায়ক নিক জোনাসের সঙ্গে সংসার করছেন। থাকেনও যুক্তরাষ্ট্রে। সারোগেসির মাধ্যমে এক কন্যাসন্তানের মা হয়েছে নায়িকা।

মিঠুন চক্রবর্তী-শ্রীদেবী-বনি কাপুর

বলিউডের সর্বকালের চর্চিত প্রেমকাহিনির কেন্দ্রবিন্দু মিঠুন চক্রবর্তী, শ্রীদেবী ও বনি কাপুর। শোনা যায় বিবাহিত মিঠুনকে তার পরিবার ছেড়ে আসার চাপ দিতে থাকেন শ্রীদেবী। কিন্তু সন্তানদের কারণে আসতে পারেননি মিঠুন। তার জেরে মিঠুনের সঙ্গে সম্পর্ক ভেঙে প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন শ্রীদেবী। অন্যদিকে, মিঠুন তার স্ত্রী যোগিতা বালীকে নিয়েই সুখে আছেন।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :