কুষ্টিয়ায় নৌকায় ঘুরতে গিয়ে পানিতে পড়ে দুই কিশোরির মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:১০

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকায় নৌকায় ঘুরতে গিয়ে পানিতে দুই কিশোরির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয় থানাধীন চাঁপাইগাছি বিল নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরিরা হলেন- চাঁপাইগাছি গ্রামের গোলাম মন্ডলের মেয়ে অনামিকা ও নাইক মন্ডলের মেয়ে নাজমীম।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকালের দিকে তিন বান্ধবী ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে চাঁপাইগাছি বিল নামকস্থানে যায়। সেখানে তারা নৌকা ভ্রমণে বের হয়। বিলের মাঝখানে গেলে নৌকাটি ডুবে যায়। এক বান্ধবী সাঁতার কেটে তীরে এলেও অনামিকা ও নাজনীন ডুবে যান।

এরপর স্থানীয়রা দ্রুত কুষ্টিয়া ফায়ার সার্ভিস কর্মীদেরকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা আসে এবং উদ্ধার কাজ পরিচালনা করেন। দুই ঘণ্টা খোঁজাখুঁজি করার পর অনামিকা ও নাজমীমের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা খোরশেদ আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সন্ধ্যায় দুই কিশোরী নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :