রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫১
অ- অ+

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া স্বেচ্ছাসেবক দলের গাড়িবহরে হামলা চালিয়ে নেতাকর্মীদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল।

ওই হামলায় দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশান আরা রত্নাসহ অসংখ্য নেতৃবৃন্দদের আহত হন। মারা যান কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার।

শুক্রবার বিকালে মিছিলটি জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গন থেকে শুরু বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এসে শেষ হয়।

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ এর সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

এসময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ এর সিনিয়র সহ সভাপতি এস এম সায়েম, সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ সভাপতি মনির হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, যুগ্ম সম্পাদক হাসান আলী, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম পলাশ সহ স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ এর সকল নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে ২ জনের মৃত্যু 
মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্তে নেমেছে র‍্যাব
হজ শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার হাজি, মৃত্যু ৪২ জনের
মুরাদনগরে আলোচিত নারী নির্যাতন: বড়ভাই ফজর আলীকে ফাঁসাতে ওই নারীকে হাতিয়ার বানান শাহ পরান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা