সেনাবাহিনীর সহযোগিতায় উত্তরায় দূর্গাপূজার স্থান নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩২
অ- অ+

রাজধানীর উত্তরায় সেনাবাহিনীর সহযোগিতায় নির্ধারিত হলো সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজার স্থান। ধর্মীয় সম্প্রীতি-সৌহার্দ্য বজায় রেখে এ বছর উত্তরা ১৩ নম্বর সেক্টর খেলার মাঠের একাংশে দূর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের কর্মকর্তা মেজর খন্দকার জাহিদুল হক। দূর্গাপূজার স্থান নির্ধারিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি উত্তরা শাখার নেতৃবৃন্দ।

গেল কয়েক বছর ধরে উত্তরা ১১ নম্বর সেক্টর খেলার মাঠে টানা পূজার আয়োজন করায় অন্যত্র সরিয়ে নিতে এলাকাবাসী সম্প্রতি মানববন্ধন করে। বিষয়টি নজরে আসায় স্থানীয় সনাতন ধর্মালম্বী নেতা ও সেক্টর কল্যাণ সমিতির বাসিন্দাদের নিয়ে বৈঠকে বসেন দিয়াবাড়ি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক থেকে সম্মিলিত মতামতের ভিত্তিতে এ বছর দূর্গাপূজার সকল আয়োজন উত্তরা ১৩ নম্বর সেক্টর খেলার মাঠের একাংশ নির্ধারণ করা হয়।

বৈঠকে সেক্টরবাসীর পক্ষে ফিরোজ জামান, সালাউদ্দিন, মাহমুদ নাছের, ফরিদ উদ্দিন ও সনাতন ধর্মালম্বীদের পক্ষে নিত্য গোপাল, কমল কান্তিসহ দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি উত্তরা পশ্চিম শাখার সভাপতি নিত্য গোপাল জানান, ১১ নম্বর সেক্টরে কয়েকবার পূজার আয়োজন হওয়ায় ওই এলাকার সেক্টরবাসীর পক্ষ থেকে অন্য সেক্টরে পূজার আয়োজনে দাীব ওঠায় আমাদেরকে এ বছর ১৩ নম্বর সেক্টরে আয়োজন করতে বলা হয়েছে। সেনাবাহিনী এ কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

কমিটির অপর সহ-সভাপতি সন্দীপ কুমার রুদ্র বলেন, ‘লিখিত অনুমতি পেলে আগামীকাল থেকেই আমরা কাজ শুরু করব। পূজার আয়োজনে সেনাবাহিনী সহযোগিতা করায় আমরা খুশি।’

জানতে চাইলে উত্তরা দিয়াবাড়ি ক্যাম্পের মেজর খন্দকার জাহিদুল হক বলেন, ‘স্থানীয় সনাতন ধর্মালম্বীরা যাতে নির্বিঘ্নে দূর্গাপূজার আয়োজন করতে পারে সেজন্য আমরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে স্থান নির্ধারণ করেছি। আশা করি তারা সুষ্ঠুভাবে ধর্মীয় আয়োজন সম্পন্ন করতে পারবে।’

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এমআই/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
ফেনীতে বন্যার অশঙ্কায় ১৩১ আশ্রয়কেন্দ্র প্রস্তুত
সৌদিতে এক সপ্তাহে ১৭ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা