সাজেকে আটকে পড়া ১৪০০ পর্যটককে সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়িতে প্রত্যাবর্তন

দেশের অন্যতম পর্যটন এলাকা রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে বেড়াতে গিয়ে আটকে পড়া ১৪০০ জন পর্যটক তিন দিন পর সেনাবাহিনীর সহায়তায় ফিরতে শুরু করেছেন। ইউপিডিএফের (মূল) ডাকা ৭২ ঘণ্টা ধর্মঘটে শনিবার থেকে সাজেকে আটকা ছিলেন তারা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার জানায়, সাজেকে আটকে পড়া ১৪০০ জন পর্যটককে খাগড়াছড়িতে প্রত্যাবর্তন করা হয়েছে।
খাগড়াছড়িতে দুইপক্ষের সহিংসতার ঘটনায় গত শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে তিন পার্বত্য জেলার সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেন বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতা। এই অবরোধে সমর্থন জানায় পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। শনিবার সকাল থেকে পার্বত্য জেলাগুলোতে শুরু হয় এই অবরোধ। পাশাপাশি রাঙামাটিতে যৌথ মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলে।
তখন সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সহসভাপতি চাই থোয়াই চৌধুরী জয় বলেন, সাজেকে বর্তমানে প্রায় ১৪০০-এর মতো পর্যটক অবস্থান করছেন। যেহেতু পর্যটকরা ফিরে যেতে পারেননি, তাই আমাদের রিসোর্ট কটেজ মালিক সমিতির পক্ষ থেকে পর্যটকদের থাকার খরচটি ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/কেএম)

মন্তব্য করুন