বিমানবন্দরে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে এবি পার্টির শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৩
অ- অ+

দীর্ঘ প্রায় ৬ বছর প্রবাসজীবন কাটিয়ে দেশে ফিরেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

শুক্রবার সকাল ৯টায় তাকে বহন করা ফ্লাইটটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

এ সময় আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।

আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, সিনিয়র সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, সদস্য সচিব সেলিম খান, কেন্দ্রীয় কমিটির সদস্য তোফাজ্জল হোসেন রমিজ, আব্দুল হালিম নান্নু, এনামুল হক, আব্দুর রব জামিল, নজরুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চোরাচালানে ‘জিরো টলারেন্সে’ কাস্টমস, কমেছে যাত্রী হয়রানিও
ভেষজ বিলাতি গাব খেলে দূর হবে ক্যানসার, নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত, জাতিসংঘের গভীর উদ্বেগ
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা