ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু, আক্রান্ত ৩২১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:১২| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৬
অ- অ+

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃত্যু পৌঁছেছে ১৪৩ জনে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩২১ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে দুই সিটি করপোরেশন এলাকায় ১৬৬ জন, ঢাকা বিভাগে ৬৫ জন, ময়মনসিংহে ২২ জন, চট্টগ্রামে ১৯ জন, খুলনায় ১৫ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, সিলেটে বিভাগে ২৩ জন, বরিশালে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৭০৫ জনে।

এতে আরও বলা হয়, চলতি সেপ্টেম্বরে আগের যে কোনো মাসের চেয়ে দ্বিগুণের বেশি রোগী ভর্তি হয়েছে। এ সময় মৃত্যুও হয়েছে বেশি। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু নিয়ে সারা দেশে ১৪ হাজার ৮৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৬০ জনের। অপরদিকে এ বছর ডেঙ্গুতে ঢাকার বিভিন্ন হাসপাতালে মারা গেছেন ১০২ জন, ঢাকার বাইরের হাসপাতালে মারা গেছেন ৪১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গু নিয়ে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯৪২ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৫২২ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৪২০ জন।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/টিটি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডাবলিনে গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের বার্ষিক সভা অনুষ্ঠিত 
এনসিপি ফের গোপালগঞ্জ যাবে, প্রতিটি ঘরে গণঅভ্যুত্থানের পতাকা উড়বে: নাহিদ ইসলাম
লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের আন্তর্জাতিক বাজার জয়ের কৌশলগত বিশ্লেষণ
মতিঝিলে অর্ধকোটি টাকা ডাকাতির প্রস্তুতি, র‌্যাবের কটি-হ্যান্ডকাফসহ গ্রেপ্তার ৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা