ওয়াসিমদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে: সালাহউদ্দিন আহমদ

শহীদ ওয়াসিমদের রক্তদানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পেকুয়া সদরের মেহেরনামায় শহীদ ওয়াসিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ওয়াসিমের পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। ওয়াসিমেরা জাতির শ্রেষ্ঠ সন্তান, যতদিন এদেশ থাকবে এ স্বাধীনতা থাকবে ততোদিন ওয়াসিমদের অবদান জাতি স্মরণ রাখবে। এসময় শহিদ ওয়াসিমের পিতা শফিউল আলম, মা জোসনা বেগমসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সালাহ উদ্দিন আহমদ আরও বলেন, ‘দেশে প্রকৃত গণতান্ত্রিক চেতনা ফিরিয়ে আনা এবং স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুসংহত করাই হলো জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের প্রতি সম্মান প্রদর্শনের একমাত্র উপায়।’
তিনি বলেন, ‘শহীদ আবু সাঈদ, ওয়াসিমদের মৃত্যু অর্থবহ। জাতির মুক্তির সংগ্রামে যারাই শহীদ হয়েছেন, নতুন বাংলাদেশে জাতি তাদের শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রকৃত গণতান্ত্রিক, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণই হবে শহীদদের প্রতি ঋণ পরিশোধের একমাত্র উপায়।’
উল্লেখ্য, শহীদ ওয়াসিম আকরাম গত ১৬ জুলাই চট্টগ্রামের হালিশহরে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। মৃত্যুর আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাস দিয়ে সবাইকে আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছিলেন।
(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/পিএস)

মন্তব্য করুন