তোফাজ্জলের খুনিরা যেন রেহাই না পায়: লায়ন ফারুক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১৮| আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৭
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলবদ্ধ পিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের খুনিরা যেন কোনোভাবেই রেহাই না পায়, সেজন্য প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।

শনিবার রাজধানীর মতিঝিলের একটি রেস্তোরাঁয় ঢাকাস্থ বরগুনা জেলা সমিতি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ আহ্বান জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি মোবাইল চুরির অপবাদে মানসিক প্রতিবন্ধী তোফাজ্জল হত্যার বিচারের দাবিতে এই কর্মসূচি হয়।

লায়ন ফারুক রহমান বলেন, তোফাজ্জলের খুনিরা যেই হোক না কেন, ফুটেজ দেখে তাকে বা তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কোনোভাবেই তোফাজ্জলের খুনিরা যেন রেহাই না পায়। তিনি বলেন, প্রতিবন্ধী তোফাজ্জলকে হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনোভাবেই দায় এড়াতে পারে না। কারণ, ২০ মিনিট কিংবা আধা ঘণ্টা নয়, তাকে দীর্ঘ সময় ধরে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। সেখানে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড মানুষ মেনে নিতে পারে না। সুতরাং এই হত্যাকাণ্ডের অবশ্যই বিচার হতে হবে। যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে। এতে আরো বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকাস্থ বরগুনা জেলা সমিতির নেতৃবৃন্দ এবং বরগুনার সাবেক সংসদ সদস্য প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, আমরা অতীতে দেখেছি বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যাকাণ্ড। খুনিদের বিচার হয়েছে। কিন্তু এখনো ফাঁসিতে ঝুলাতে দেখিনি। তোফাজ্জলের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তা কার্যকর করতে হবে। এ সময় তারা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলের নামে সড়কের নামকরণ করার দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, সাংবাদিক দৈনিক সরকারের প্রতিনিধি রেজাউল করিম, বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সদস্য শামীমা আক্তার প্রমুখ।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/জেবি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু 
তোপের মুখে সিদ্ধান্ত বদল, ৫ দিন আগেই সাতক্ষীরার হিমসাগর বাজারে
২১ আগস্ট গ্রেনেড মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে
মাহবুবুল হক নান্নু'র বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, প্রতিবাদ জানাল মহিলা দলের সাধারণ সম্পাদক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা