দুই-এক দিনের মধ্যে পুলিশের এসআই নিয়োগের বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৪, ১৪:৪৫| আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১৪:৫১
অ- অ+

আগামী দুই-এক দিনের মধ্যে পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কনস্টেবল নিয়োগের জন্য আমরা ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। দুই-এক দিনের মধ্যে এসআই নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ হবে।’

এছাড়া আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতেও নতুন জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ নিহতের ব্যাপারে কোনো মামলা হয়েছে কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ব্যাপারে এখনই কিছু বলতে পারব না।’

পুলিশ বাহিনী সংস্কারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশ সংস্কারের কাজ ১ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা। সংস্কারের কাজটা আমি করছি না, এ জন্য আলাদা কমিটি করে দেওয়া হয়েছে। ওই কমিটি কাজটি করবে। তারা আমাদের কাছে প্রতিবেদন দেবেন। তার ওপর ভিত্তি করে সংস্কার হবে।’

অন্তবর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবার ৩৬০০ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। আজ (১ অক্টোবর) আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এতে আবেদন করা যাবে।

(ঢাকাটাইমস/০১সেপ্টেম্বর/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তোপের মুখে সিদ্ধান্ত বদল, ৫ দিন আগেই সাতক্ষীরার হিমসাগর বাজারে
২১ আগস্ট গ্রেনেড মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে
মাহবুবুল হক নান্নু'র বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, প্রতিবাদ জানাল মহিলা দলের সাধারণ সম্পাদক
শেখ মুজিবের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল রেখে সংশোধিত খসড়া উঠছে উপদেষ্টা পরিষদে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা