পাঠ্যবইয়ে দেশের সামাজিক, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ অক্ষুণ্ণ থাকবে: এনসিটিবি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৪, ১৩:০২| আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ২০:২৫
অ- অ+

পাঠ্যবইয়ে দেশের মানুষের ধর্মীয়, নৈতিক ও সামাজিক মূল্যবোধ অক্ষুণ্ণ থাকবে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়ন বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান ড. রিয়াজুল হাসান।

এনসিটিবি চেয়ারম্যান বলেন, “বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এই দেশে নৈতিক মূল্যবোধের উচ্চ মর্যাদা রয়েছে। এখানে সব ধর্মের মানুষের বোধ বিশ্বাস অক্ষুণ্ণ রেখেই পাঠ্যবই প্রণয়ন করা উচিত। কেননা শিক্ষা একটা জাতির মেরুদণ্ড, জাতি গড়ার কারিগর।”

বৃহস্পতিবার এনসিটিবি কার্যালয়ে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে এলে তিনি এসব কথা বলেন।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী, ইসলামি অর্থনীতিবিদ ও গবেষক মুফতি আব্দুল্লাহ মাছুম। বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক শাহনূর শাহীন, সাংস্কৃতিক সংগঠক রায়হান ফারুক প্রমুখ।

বৈঠকে মুফতি রেজাউল করীম আবরার বলেন, “আমরা চাই দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধে যেন আঘাত না আসে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান– সব ধর্মেই মানুষকে নৈতিক মূল্যবোধের শিক্ষা দেয়। সম্মিলিতভাবে সেটাই এই দেশের মানুষের সামাজিক মূল্যবোধ। অপরদিকে শিক্ষাক্রমের পাঠ্যবই জাতির বেড়ে ওঠার মূল সিঁড়ি। সেখানে কোনোভাবেই দেশের বৃহৎ সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ নষ্ট হতে দেওয়া যায় না। তাহলে গোটা জাতি ধ্বংস হয়ে যাবে।”

মুফতি আবরার আরও বলেন, “পাঠ্যপুস্তকে ধর্মীয় মূল্যবোধবিরোধী কোনো কিছু থাকতে পারে না। বিশেষত বিদেশি অনুগত ফ্যাসিস্ট সরকারের দায়িত্বপ্রাপ্তরা বিগত সময়ে পাঠ্যবইয়ে ইসলামবিরোধী, দেশের সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধবিরোধী অনেক কিছু অন্তর্ভুক্ত করেছিল। জাতির বৃহত্তর কল্যাণের স্বার্থেই সেগুলো পরিবর্তন করা উচিত।”

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বিগত সময়ের পাঠ্যবই নিয়ে একটি গবেষণা পর্যালোচনা এনসিটিবি চেয়ারম্যানকে হস্তান্তর করেন।

এসময় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সচিব ফিরোজ আল ফেরদৌস, উপসচিব (প্রশাসন) সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

এদিকে এনসিটিবি চেয়ারম্যান ড. রিয়াজুল হাসানের সঙ্গে বৈঠকের পর জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঘোষিত আগামী ৬ তারিখের ‘এনসিটিবি ঘেরাও কর্মসূচি’ স্থগিত করা হয়।

(ঢাকাটাইমস/০৩অক্টোবর/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইংরেজি ভাষা আয়ত্বের বিকল্প নেই: এডাস্ট চেয়ারম্যান
সোনারগাঁয়ে বিএনপির প্রচারপত্র বিলি অনুষ্ঠানে নেতাকর্মীদের ঢল
মিটফোর্ড হত্যাকাণ্ডে বিএনপিকে জড়ানো রাজনৈতিক ষড়যন্ত্র: আমিনুল হক
প্রকাশ্যে মাথা থ্যাঁতলে হত্যা: ‘ফাইসা গেছি’, বললেন রবিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা